ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ট্রান্স ব্রিজ প্রতিযোগিতায় বাংলাদেশ ৫৩তম

প্রকাশিত: ০৬:১১, ১৬ অক্টোবর ২০১৫

ট্রান্স ব্রিজ প্রতিযোগিতায় বাংলাদেশ ৫৩তম

গত ৪ থেকে ৬ অক্টোবর ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ট্রান্স ন্যাশনাল ব্রিজ প্রতিযোগিতায় বাংলাদেশ ৫৩তম স্থান পেয়েছে। বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি ও খেলোয়াড় মুশফিকুর রহমান মোহনের নেতৃত্বে মোহাম্মদ আসাদুজ্জামান, আলি আহমেদ রাসেল, শেখ আমিনুর রহমান, মোহাম্মদ সালাহউদ্দিন ও নাসির রহমান তালুকদার এতে অংশগ্রহণ করেন। ১৫ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে ১৩৬টি দল নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৮ অক্টোবর যুগল প্রতিযোগিতায় আলি আহমেদ রাসেল ও শেখ আমিনুর রহমান বাংলাদেশের পক্ষে অষ্টম স্থান লাভ করেন যুগল প্রতিযোগিতায়। এ প্রতিযোগিতা বাংলাদেশের ব্রিজ খেলার উন্নয়নে বিশেষ অবদান রাখবে বলে মনে করেন ফেডারেশন সভাপতি মোহন। -বিজ্ঞপ্তি জাতীয় দূরপাল্লা সাঁতার সমাপ্ত নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বংশাই নদীতে অনন্ত গ্রুপ লিমিটেড জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলার রামপুর হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন। ঘাটাইল উপজেলার ধলাপাড়া চৌধুরী বাড়ি প্রাঙ্গণে সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব এনবিপি, এনডিসি, পিএসসি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট বেগম হাফিজা হাবিব, অনন্ত গ্রুপ লিমিটেডের পরিচলাক কমডর (অব) এম শাহাবুদ্দিন। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১২ কিমি. সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছেন সেনাবাহিনীর ফয়সাল হোসেন। আর মহিলা বিভাগে ৮ কিমি. সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছেন নৌবাহিনীর নাজমা আক্তার। প্রতিযোগিতায় বাংলাদেশ সুইমিং ফেডারেশন কর্তৃক বাছাইকৃত ৬ পুরুষ ও ৬ মহিলা সাঁতারু অংশগ্রহণ করেন। এছাড়া স্বাগতিক জেলা হিসেবে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক নির্বাচিত একজন পুরুষ ও একজন মহিলা সাঁতারু অংশগ্রহণ করেন।
×