ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে সিদ্ধান্ত অচিরেই

প্রকাশিত: ০৬:১২, ১৬ অক্টোবর ২০১৫

ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে সিদ্ধান্ত অচিরেই

স্পোর্টস রিপোর্টার ॥ এখনও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আশায় আছে পাকিস্তানের বিপক্ষে ডিসেম্বরে সিরিজ খেলবে ভারত। সেই সিদ্ধান্তও ৮ থেকে ১০ দিনের মধ্যেই হয়ে যাবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত চান পিসিবি প্রধান শাহরিয়ার খান। বলেছেন, ‘বিসিসিআইয়ের সভাপতি শশাঙ্ক মনোহর আইসিসি সভায় আসেননি। তবে আমি তাকে ফোন করেছি। উনি ভারতে আমাকে সফর করতে বলেছেন। আমি ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নিতে বলেছি। আশা করছি বিসিসিআই এ নিয়ে ৮ থেকে ১০ দিনের মধ্যেই একটি ইতিবাচক সিদ্ধান্ত নেবে।’ আইসিসি সভার ফাঁকে পাকিস্তানকে ডিসেম্বরে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে প্রস্তাব দিয়েছেন বিসিসিআইয়ের সচিব অনুরাগ ঠাকুর। যেখানে ভারত, পাকিস্তানের সঙ্গে থাকবে বাংলাদেশও। এ নিয়ে একটি খবর প্রকাশ করেছিল পাকিস্তানের এআরওয়াই নিউজ। জানিয়েছিল, দুবাইতে আইসিসি বৈঠক চলাকালে এক ফাঁকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর সাক্ষাত করেছেন। সাক্ষাতেই পিসিবি চেয়ারম্যানকে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দেন অনুরাগ। তৃতীয় দল হিসেবে বাংলাদেশকে নেয়ার কথাও বলেন বিসিসিআই সচিব। তবে শাহরিয়ার খান প্রস্তাবিত সিরিজটি ছাড়া আর কোন আলোচনাই করতে চাননি বলেই জানা গেছে। অনুরাগ ঠাকুর শেষ পর্যন্ত ত্রিদেশীয় সিরিজের দরজা খোলা বলেই আপাতত সেই সাক্ষাত শেষ করেছেন। এতে করে বোঝা গেছে, পাকিস্তানের বিপক্ষে ডিসেম্বরে দুই টেস্ট, পাঁচ ওয়ানডে ও দুই ম্যাচের টি২০ সিরিজ খেলতে রাজি নয় ভারত। তাই ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু পিসিবি প্রধান শাহরিয়ার কোন মতেই রাজি নন। তাই আইসিসি থেকেই বিসিসিআই সভাপতি মনোহরকে ফোন করেছেন শাহরিয়ার। ভারতকে সিরিজ খেলতে রাজি করানোর অনেক চেষ্টাই করছে পাকিস্তান। কিন্তু কোন কিছুতেই ভারত খেলতে রাজি নয়। এমন মুহূর্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জাতীয় নিরাপত্তা পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ জানিয়ে দেন, দু’দেশের মধ্যকার বর্তমান সম্পর্কের ভিত্তিতে পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের আদর্শ সময় এখনও হয়নি।’ এমন মন্তব্যে ভারত আরও সুযোগ পেয়ে যায়। আইসিসি সভা শেষ হতেই ভারতের বিপক্ষে খেলা নিয়ে তীর্যক মন্তব্য ছুড়েন আইসিসির সাবেক সভাপতি এহসান মানিও। জানান, ভারত দ্বিপক্ষীয় সিরিজ খেলতে রাজি না হলে পাকিস্তানের উচিত হবে পাল্টা হিসেবে আইসিসিকে জানিয়ে দেয়া, আইসিসির টুর্নামেন্টগুলোতে ভারতের সঙ্গে একই গ্রুপে তারা থাকবে না। ভারতকে চাপে ফেলতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এ পরামর্শ দিয়েছেন মানি। মানির যুক্তি, পাকিস্তানের সঙ্গে খেলাই যদি ভারতের এত সমস্যার কারণ হয়, তাহলে আইসিসির টুর্নামেন্টগুলোতেই বা কেন দুই দল মুখোমুখি হবে। মানি বলেন, ‘আইসিসির যে কোন টুর্নামেন্টে ভারতের সঙ্গে একই গ্রুপে না- পড়তে চাওয়ার অধিকার এখন পাকিস্তানের আছে বলে আমি মনে করি। সবাই জানে, ভারত-পাকিস্তানের ম্যাচ থেকেই সবচেয়ে বেশি আয় করে আইসিসি। আইসিসিকে পাকিস্তানের বলা উচিত, আইসিসির যে কোন টুর্নামেন্টে ভারতের সঙ্গে যেন একই গ্রুপে না রাখা হয়। নকআউট পর্বে মুখোমুখি হলে তো আর কিছু করার নেই। তবে গ্রুপ পর্বে সেটি যেন না হতে পারে।
×