ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই পাসপোর্টে মালয়েশিয়ায় ভিসা লাগবে না

প্রকাশিত: ০৮:১৮, ১৬ অক্টোবর ২০১৫

দুই পাসপোর্টে মালয়েশিয়ায় ভিসা লাগবে না

কূটনৈতিক রিপোর্টার ॥ এখন থেকে কূটনীতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের মালয়েশিয়া ভ্রমণের জন্যে ঢাকা থেকে আর ভিসা নেয়ার প্রয়োজন হবে না। ভিসা ছাড়াই তারা ৩০ দিন মালয়েশিয়ায় অবস্থান করতে পারবেন। ১৫ অক্টোবর থেকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে এই চুক্তি কার্যকর হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০১৪ সালের ৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়া সফরকালে দুই দেশের মধ্যে ভিসা সহযোগিতার বিষয়ে একটি চুক্তি হয়। গত সেপ্টেম্বর মাসে দুই দেশ এই চুক্তির অনুমোদন দেয়। চুুক্তি অনুযায়ী উভয় দেশের কূটনীতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা মালয়েশিয়ায় এয়ারপোর্ট থেকে ট্রাভেল পাস পাবেন। এছাড়া মালয়েশিয়ার কূটনীতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরাও বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে একই ধরনের সুবিধা পাবেন। আগামী ৫ বছর পর্যন্ত এই চুক্তির মেয়াদ থাকবে। ৫ বছর পর স্বয়ংক্রিয়ভাবে পুনরায় এই চুক্তি নবায়ন হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই ভিসা সহযোগিতা চুক্তি বাস্তবায়নের ফলে উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।
×