ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাস ভাড়া কমানোর দাবি সিপিবি’র

প্রকাশিত: ০৮:২০, ১৬ অক্টোবর ২০১৫

বাস ভাড়া কমানোর  দাবি সিপিবি’র

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, সকল রুটে বিআরটিসি চালু, যাত্রী হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সিপিবি ঢাকা কমিটির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ডাঃ সাজেদুল হক রুবেল, সম্পাদকম-লীর সদস্য আসলাম খান, সুকান্ত শফি কমল, কার্ত্তিক চক্রবর্তী, হাফিজ আদনান রিয়াদ, অনিন্দিতা সাহা তুলতুল। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি করার পর এখন বাস ভাড়াও বাড়িয়ে দিয়েছে। বিশ্বব্যাংক-আইএমএফকে খুশি করার জন্য সরকার গ্যাসের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি করেছে।
×