ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গুলশান এক্সচেঞ্জের ৮ হাজার টেলিফোন লাইন পরিবর্তন হচ্ছে

প্রকাশিত: ০৮:২১, ১৬ অক্টোবর ২০১৫

গুলশান এক্সচেঞ্জের  ৮ হাজার টেলিফোন লাইন পরিবর্তন হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ কারিগরি কারণে রাজধানীর গুলশান এক্সচেঞ্জের ’৮৮২’ গ্রুপের ৮ হাজার টেলিফোন নম্বর পরিবর্তন করা হচ্ছে। শনিবার থেকে নতুন নম্বর কার্যকর হবে। বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ জানান, গুলশান এক্সচেঞ্জের ’৮৮২-২০০০’ হতে ’৮৮২-৯৯৯৯’ পর্যন্ত প্রায় ৮ হাজার টেলিফোন নম্বর কারিগরি কারণে আগামী শনিবার হতে ৯৮৪-২০০০ হতে ৯৮৪-৯৯৯৯ নম্বর দ্বারা পর্যায়ক্রমে প্রতিস্থাপিত হবে। নতুন টেলিফোন নম্বরের শুরুতে প্রথম ৩ ডিজিট ৮৮২ এর স্থলে ৯৮৪ দ্বারা প্রতিস্থাপিত হবে এবং পরের ৪ ডিজিট অপরিবর্তিত থাকবে। বর্তমান নম্বর ৮৮২-২০০২ এর পরিবর্তিত নম্বর হবে ৯৮৪-২০০২ এবং ৮৮২-৯৯৯৯ এর পরিবর্তিত নম্বর হবে ৯৮৪-৯৯৯৯। নম্বর পরিবর্তন কালে জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য বিটিসিএল হেলপ নম্বর চালু করেছে। নম্বরগুলো হচ্ছে, ৯৮৫-৩৩৮৮, ৯৮৫-১০০০, ৯৮৫-০০০০, ৯৮৮-৭৪৮৮। পরিবর্তিত নম্বরের তালিকা বিটিসিএল’র ওয়েবসাইট িি.িনঃপষ.মড়া.নফ এ পাওয়া যাবে।
×