ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাউফলে ৫ কোটি টাকার কারেন্ট জাল জদ্ধ

প্রকাশিত: ১৮:০৫, ১৬ অক্টোবর ২০১৫

বাউফলে ৫ কোটি টাকার কারেন্ট জাল জদ্ধ

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ বাউফলের কালাইয়া বন্দরে অভিযান চালিয়ে র‌্যাব-৮ সদস্যরা প্রায় ১০ টন কারেন্ট জাল জদ্ধ করেছে। যার মূল্য প্রায় ৫ কোটি টাকা। এসময় ৬ জনকে আকট করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জড়িমানা করা হয়েছে। পটুয়াখালী র‌্যাবের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ জসিম উদ্দিন জানান, গোপন সূত্রে খবর পেয়ে তারা বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্টপট্রি ও নৌ-পুলিশ ফাঁড়ির আশপাশে ৪টি গুদামে অভিযান চালিয়ে প্রায় ১০ টন জাল জদ্ধ করেন। যার মূল্য প্রায় ৫ কোটি টাকা। এসময় শ্যামল চন্দ্র (৫৫), জয়ন্ত হালদার (২৩), দুলাল (১৮), পংকোজ (৩২), পরিতোষ (৩০) ও সন্তোষকে (৫০) আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতে ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলা নির্বাহী অফিসার আটকৃতদের মধ্যে পরিতোষন ও মন্তোষকে ১০ হাজার টাকা করে জড়িমানা অনাদায়ে ৩ মাসের জেল ও বাকি ৪ জনের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রাত ৮টার দিকে জদ্ধকৃত কারেন্ট জালগুলো স্থাণীয ধান হাটে নিয়ে পুড়িয়ে দেয়া হয়।
×