ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাউফলে জনতা ব্যাংক গ্রাহকদের ভোগান্তি

প্রকাশিত: ১৮:২১, ১৬ অক্টোবর ২০১৫

বাউফলে জনতা ব্যাংক গ্রাহকদের ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ বিদ্যুৎ নেই, জেনারেটরও নষ্ট। এ কারনে গত তিন দিন পর্যন্ত ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারছেন না গ্রাহকরা । এমন অবস্থা জনতা ব্যাংকের পটুয়াখালীর বাউফল উপজেলা সদর শাখার। সরেজমিনে উপস্থিত গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। মনির হোসেন নামে এক গ্রাহক বলেন, বৃহস্পতিবার মাত্র পনের হাজার টাকা তুলতে এসেছি। দুই ঘন্টা অপেক্ষা করেছি। কিন্তু বিদ্যুৎ না থাকার অজুহাত দেখিয়ে টাকা দেয়নি ব্যাংক কর্তৃপক্ষ। সারমিন সুলতানা বলেন, দুই ঘন্টা আগে এসেছি দশ হাজার টাকা তুলতে। বিদ্যুৎ নেই, জেনারেটরও নষ্ট। এ কারণে টাকা দিচ্ছে না ব্যাংক কর্তৃপক্ষ। কিন্তু টাকাটার খুব প্রয়োজন। নাজমুল হোসেন বলেন, এসেছিলাম সঞ্চয়ী হিসাব খোলার জন্য। এ ব্যাংকের দুরাবস্থা দেখে আর খুলবো না। অন্য ব্যাংকে খুলবো। ওই সময় ওই ব্যাংকে আরও অন্তত ৫০ জন গ্রাহক টাকার জন্য অপেক্ষা করছেন। উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে বিদ্যুৎ সরবরাহ লাইনে কাজ হচ্ছে। আগামি ১৮ অক্টোবর পর্যন্ত এ কাজ চলবে। এ কারণে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। আর এ বিষয়ে মঙ্গলবার মাইকিং করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, জেনারেটর নষ্ট থাকায় বিদ্যুৎ চলে গেলে আমরা গ্রাহকের টাকা দিতে পারছি না। ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ আবদুল ওহাব বলেন, জেনারেটরটি নষ্ট হওয়ার কারণে গ্রাহকের টাকা দিতে সমস্যা হচ্ছে। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
×