ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে বিশ্ব খাদ্য দিবস উদযাপিত

প্রকাশিত: ২০:৩৮, ১৬ অক্টোবর ২০১৫

লক্ষ্মীপুরে বিশ্ব খাদ্য দিবস উদযাপিত

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আজ শুক্রবার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসের প্রতিপাদ্য ছিলো, “গ্রামীন দারিদ্র বিমোচন ও সামাজিক সুরক্ষা কৃষি”। জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তর খামার বাড়ীর আয়োজনে এ উপলক্ষে বেলা ১১টার দিকে একটি বর্ণাঢ্য র‌্যালি ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের নেতৃত্বে সদর উপজেলা কমপ্লেক্স’র সামনে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টরেট ভবনের সামনে গিয়ে শেষ। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ছাড়াও সভায় আরো বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোস্তফা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরজ্জামান, ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার পারভেজ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক, কৃষক সমিতির সভাপতি মো. সামছুল ইসলাম প্রমুখ। সভায় দেশে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা ধরে রাখতে, প্রত্যেক পরিবারের চাহিদা মেটাতে প্রত্যেক বাড়ীতে এক ইঞ্চি জমিও খালি না রেখে সেখানে শাক সবজিসহ বিভিন্ন কৃষি উৎপাদন করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পচন রোধে উৎপাদিত খাদ্য সংরক্ষন, সঠিক বাজারজাত করনের পদ্ধতি আরো জোরালো করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়।
×