ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাতে গরম বাড়তে পারে

প্রকাশিত: ২১:৩১, ১৬ অক্টোবর ২০১৫

রাতে গরম বাড়তে পারে

অনলাইন ডেস্ক ॥ আগামীকাল শনিবার সকাল ৯টা পর্যন্ত সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার সকাল ৯ টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে একথা জানানো হয়েছে। অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এতে বলা হয়, ঢাকা, রাজশাহী, রংপুর খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিনপটিক অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশর মধ্যাঞ্চলে অবস্থারত লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূলের উপর দিয়ে অতিক্রম করছে।। মৌসুমী বায়ুর বধিতাংশের অক্ষ পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাংশ হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণাংশ ও উত্তর-পূর্বাংশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল অবস্থায় বিরাজ করছে। অধিদপ্তরের পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, বাংলাদেশের হতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাহার হতে পারে। গতকাল বৃহ্স্পতিবার সিলেটে ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; যা গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে; যা ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ইশ্বরদীতে। আজ ঢাকায় সূর্যাস্ত ৫ টা ৩২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৫৭ মিনিটে।
×