ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে স্কাউটসের উদ্যোগে রাস্তা সংস্কার

প্রকাশিত: ২২:৫৪, ১৬ অক্টোবর ২০১৫

ঠাকুরগাঁওয়ে স্কাউটসের উদ্যোগে রাস্তা সংস্কার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও॥ ঠাকুরগাঁও শহরের জেল খানার পিছনে টাংগন নদীর ব্রীজের পাশে শহর রক্ষা ভেঙ্গে যাওয়া বাঁধ ও রাস্তার সংস্কার করেছে হিমালয় মুক্ত স্কাউটস ঠাকুরগাঁও জেলা। শুক্রবার হিমালয় মুক্ত স্কাউটস দলের সদস্যরা স্বেচ্ছা শ্রমের মাধ্যমে এ সংস্কার কাজ করে। এ সময় উপস্থিত ছিলেন, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতারুজ্জামান সাবু, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এলটি মুহম্মদ জালাল উদ-দিন, সিনিয়র স্কাউট লিডার আনজুমান আরা বেবি, হিমালয় স্কাউটস দলের সাধারন সম্পাদক দিনাজপুর অঞ্চলের উপ-কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) লুৎফর রহমান মিঠু, স্কাউটস লিডার নাজমুল ইসলাম, সদর উপজেলার সধারন সম্পাদক রেজাউল করিম লিটন প্রমূখ। উল্লেখ্য, প্রতি বছর বন্যার পানি প্লাবিত হওয়ায় শহরের টাঙ্গন ব্রীজের পাশে শহর রক্ষা বাঁধ ও রাস্তাটি ভেংগে নদী গর্ভে চলে যায়। ঠাকুরগাঁও পৌরসভা গত ২ বছর সংস্কার কাজ করলেও এ বছর নদী ভাংগনের পরে আর সংস্কার কাজ করে নাই। ফলে এ রাস্তা দিয়ে সরকারী কলেজের শিক্ষার্থী সহ পার্শবর্তী এলাকার লোকজনের চলাচলে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছিল। তাই হিমালয় স্কাউট দলের সদস্যরা সামাজিক দায়বদ্ধতার কারণে নিজেরা উদ্যোগ নিয়ে বাঁধ কাম রাস্তাটির সংস্কার কাজ সম্পন করে। সরকারী কলেজের শিক্ষার্থী মেহেরুন আক্তার জানায়, বাঁধ কাম রাস্তাটি সংস্কার হওয়ায় আমাদের কলেজ যাতায়াতে অনেক সুবিধা হয়েছে। আগে অনেক দুর ঘুরে কলেজ যেত হতো। হিমালয় স্কাউট দলের সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠু জানান, দীর্ঘদিন ধরে এ বাঁধ কাম রাস্তাটি সংস্কার না হওয়ায় পথচারিদের অনেক সমস্যা হতো ইতোমধ্যে কয়েকটি সড়ক দুর্ঘটনাও ঘটেছে। তাই সামাজিক দায়বদ্ধতার কারণে বাঁধ কাম রাস্তাটি হিমালয় স্কাউট দল নিজ উদ্যোগে সংস্কার করে দিয়েছে যাতে মানুষের চলাচলে সুবিধা হয়।
×