ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চুরি যাওয়া গরু জবাইয়ের পর ঠাকুরগাঁও কসাইখানা থেকে উদ্ধার

প্রকাশিত: ২২:৫৫, ১৬ অক্টোবর ২০১৫

চুরি যাওয়া গরু জবাইয়ের পর ঠাকুরগাঁও কসাইখানা থেকে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া গরুর জবাইয়ের পর কসাই খানা থেকে উদ্ধার করলো কৃষক মোহাম্মদ আলী। শুক্রবার সকালে পৌরসভা নিয়ন্ত্রত কসাই খানা থেকে এ জবাই পর উদ্ধার করা হয়। ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা মুন্সিপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ আলী জানায়, গত ১৪ অক্টোবর রাতে তার মাটির ঘরের দেয়াল কেটে দুটি হালের গরু চুরি করে নিয়ে যায়। এরপর এদিক ওদিক খুঁজতে থাকি শেষ সম্বলটুকু। শুক্রবার সকাল থেকে অবস্থান করি ঠাকুরগাঁও পৌরসভা নিয়ন্ত্রিত সেনুয়াপাড়াস্থ কসাইখানায়। সেখানে গিয়ে আমার একটি গরু দেখতে পাই। কিন্তু সেটি জবাই করা। আরো কাছে গিয়ে নিশ্চিত হলাম গত ১৪ অক্টোবর দিবাগত রাতে ঘর থেকে চুরি হয়ে যাওয়া দুটি গরুর একটি। গরুর মাথাটি কিনতে গেলাম। কিন্তু সেটি পেলাম না। তারা হুড়া করে কসাই জবাই করা গরু নিয়ে যায় শহরের কালীবাড়িস্থ মাংস বিক্রয় হাটিতে। সেখানে গরুর মালিকের সাথে কসাই আজাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয়দের রোষে পড়ে কসাই আজাদসহ তার সহকর্মীরা মাংস রেখে পালিয়ে যায়। পরে পুলিশ এসে মাংস জব্দ করে। সদর থানার ওসি মশিউর রহমান জানান, সেনুয়া পাড়ার কসাই আজাদসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।
×