ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে কল ড্রপে জরিমানার বিধান কার্যকর

প্রকাশিত: ২৩:৪৩, ১৬ অক্টোবর ২০১৫

ভারতে কল ড্রপে জরিমানার বিধান কার্যকর

অনলাইন ডেস্ক ॥ মোবাইলে কল ড্রপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারত। দেশটির টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই জানিয়েছে, কল ড্রপ হলে এবার থেকে গ্রাহককে জরিমানা দিতে হবে মোবাইল পরিষেবা সংস্থাগুলোকে। এই মর্মে নির্দেশিকা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার দেশটির একটি সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে। ওই নির্দেশিকার বরাত দিয়ে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, কল ড্রপ হলে প্রতি কল পিছু ১ রুপি জরিমানা দিতে হবে পরিষেবা সংস্থাগুলোকে। তবে ফোনে সংযোগ হওয়ার ৫ সেকেণ্ডের মধ্যে কল ড্রপ হলে এ জরিমানা দিতে হবে না। ৫ সেকেণ্ড পরে কল ড্রপ হলে, সেটিকে কল হিসেবে গ্রাহ্য করা হবে না। এর পাশাপাশি, মোবাইল পরিষেবার মান খারাপ হলে, পরিষেবা সংস্থার ওপর সর্বাধিক ২ লক্ষ রুপি জরিমানা ধার্য করেছে ট্রাই। এর আগে জরিমানার পরিমাণ ছিল ৫০ হাজার থেকে ১ লক্ষ রুপি। ট্রাইয়ের বেঁধে দেওয়া মোবাইলের পরিষেবার মধ্যে রয়েছে কল ড্রপ, মোবাইল টাওয়ারের অবস্থান, কল সংযোগের সময়সীমা, নেটওয়ার্ক পরিষেবা, কল ভয়েসের গুণমানের দিকগুলোও।
×