ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে লালন সাঁই স্মরণে আলোচনা সভা

প্রকাশিত: ০০:১১, ১৬ অক্টোবর ২০১৫

কিশোরগঞ্জে লালন সাঁই স্মরণে আলোচনা সভা

নিজস্ব সংবাদদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে আধ্যাত্মিক বাউল সাধক বাংলা গানের কিংবদন্তী লালন সাঁইয়ের ১২৫তম মুত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের কালিবাড়িস্থ ভোরের আলো সাহিত্য আসর এ স্মরণসভার আয়োজন করে। নাট্যকার আজিজুর রহমানের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন শিল্পী মাসুদুর রহমান আকিল, কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি রেজাউল হাবীব রেজা, লেখক ও সাংবাদিক আমিনুল হক সাদী, কবি আল আমিন, ডাঃ হিরা মিয়া প্রমুখ। আসরে উপস্থিত লেখক, শিল্পী ও সাহিত্যিকগণ তাদের স্বরচিত লেখা পাঠ করেন। পরে বক্তৃতারা বলেন, লালন দীর্ঘ কর্মময় জীবনে লোভ-লালসার উর্ধ্বেত থেকে বাউল সাধনার মাধ্যমে মানুষকে উজ্জীবিত করেছেন। পাশাপাশি তিনি জীবনের মর্মবাণী পৌঁছে দেয়ার কাজ করে গেছেন। তাঁর কর্ম-সাধনা সকলের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানানো হয়।
×