ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কারস্টেন আবার ভারতের কোচ হচ্ছেন?

প্রকাশিত: ০২:৫৩, ১৭ অক্টোবর ২০১৫

কারস্টেন আবার ভারতের কোচ হচ্ছেন?

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটপ্রেমী মানুষ নিশ্চই ২০১১ বিশ্বকাপের কথা ভূলে যাননি। ওয়াংখেড়ের ফাইনাল শেষে শচীন টেন্ডুলকরকে কাঁধে তুলে দৌড়াচ্ছেন সতীর্থরা। সেদিন আরও একজনকে কাঁধে তুলে নিয়েছিল ধোনি-বাহিনী। তিনি গ্যারি কারস্টেন। প্রথম কোনো জাতীয় দলের কোচের দায়িতœ নিয়েই ভারতকে উপহার দিয়েছিলেন বিশ্বকাপ ট্রফি। অনেক অনুরোধ সত্বেও স্ত্রী-সন্তানদের সময় দিতে চাকরির মেয়াদ নবায়ন করেন নি। সেই কারস্টেন আবার ফিরতে পারেন ভারতে। স্থানীয় মুম্বাই মিররের এক সংবাদে এমন ইঙ্গিতই দেয়া হয়েছে। ‘জীবনের নিয়ম মানলে আপনি কিছুই উড়িয়ে দিতে পারেন না। অনেক কিছু জানতে সময়ের জন্য অপেক্ষা করতে হয়। এই মুহুর্তে আমি হ্যাঁ-না কিছুই বলছি না। কারণ একটা বলা কঠিন।’ সুযোগ পেলে আবার ভারত জাতীয় দলের কোচের দায়িত্ব নেবেন কি না, এমন প্রশ্নের জবাবে বলেন ৪৭ বছর বয়সি কারস্টেন। একই সঙ্গে ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই) থেকে একাধিকবার ফোন পেয়েছেন বলেও স্বীকার করেন তিনি। যা থেকে স্পষ্টই অনুমান করা যায় এই মুহুর্তে শুন্য পদের জন্য সাবেক দক্ষিন আফ্রিকান তারকাকে ফের প্রস্তাব দিয়েছে বিসিসিআই। গত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের আগে ডানকান ফ্লেচারে সঙ্গে চুক্তির মেয়াদ নবায়ন করেনি ভারত। সেই থেকে অন্তবর্তী কোচ ও টিম ডিরেক্টরের যৌথ দায়িত্ব সামলাচ্ছেন রবি শাস্ত্রী।
×