ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনার দাম বাড়ল ভরিতে দেড় হাজার

প্রকাশিত: ০৫:৩৮, ১৭ অক্টোবর ২০১৫

সোনার দাম বাড়ল ভরিতে দেড় হাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বাড়ায় দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে করে প্রতি ভরিতে স্বর্ণের দম বাড়ল দেড় হাজার টাকা। সে হিসেবে ভাল মানের প্রতি ভরি সোনার দাম হবে ৪৩ হাজার ৭৫০ টাকা। শুক্রবার বাজুসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আজ শনিবার থেকে নতুন এ দাম কার্যকর হবে। নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা আজ থেকে বিক্রি হবে ৪৩ হাজার ৭৫০ টাকায়। এতে করে প্রতি ভরিতে স্বর্ণের দম বেড়েছে ১ হাজার ৫২৭ হাজার টাকা। যা শুক্রবার পর্যন্ত বিক্রি হয়েছে ৪২ হাজার ২২৩ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৪১ হাজার ৬০৪ টাকায়। এর আগে বিক্রি হয়েছে ৪১ হাজার ১৭৩ টাকায় এবং ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ৩৪ হাজার ৯৯২ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ৯১১ টাকা। এর আগে বিক্রি হয়েছে ২২ হাজার ৮৬১ টাকায়। এ প্রসঙ্গে সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান জনকণ্ঠকে বলেন, সাধারণত বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও সোনার দাম ঠিক করা হয়। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশীয় বাজারে দাম বাড়ানো হয়েছে। প্রসঙ্গত বিশ্ববাজারে হংকং, দুবাই, নিউইয়র্ক, লন্ডন, জুরিখ সর্বত্র প্রায় একই রকম দাম থাকলেও দেশে দাম নির্ধারণের ক্ষেত্রে দুবাইয়ের মূল্যকে মানদ- হিসেবে বিবেচনা করা হয় বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি।
×