ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এলিয়েনের খোঁজ মিলেছে!

প্রকাশিত: ০৫:৩৯, ১৭ অক্টোবর ২০১৫

এলিয়েনের খোঁজ মিলেছে!

এলিয়েন আছে না নেই? এখনও পর্যন্ত এ নিয়ে স্পষ্ট কোন ধারণা দিতে পারেননি মহাকাশ বিজ্ঞানীরা। এর মধ্যেই একদল জ্যোতির্বিজ্ঞানী দাবি করে বসলেন, পৃথিবী থেকে বহু দূরের তারায় তারা ‘বিশাল কাঠামো’ দেখেছেন। তাদের মধ্যে কেউ কেউ এটি ‘এলিয়েন সুপারস্ট্রাকচার’ বলে দাবি করলেও এ নিয়ে অবশ্য নিজেদের মধ্যেই মতবিরোধ রয়েছে। রয়াল এ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক মুখপত্রে এই ‘এলিয়েন সুপারস্ট্রাকচার’ নিয়ে রহস্যের খবরটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। নির্দিষ্ট একটি গ্রহে (কওঈ ৮৪৬২৮৫২) পর্যবেক্ষণ করে জ্যোতির্বিজ্ঞানীরা যে তথ্য পাচ্ছেন তাতে এখনও নিশ্চিত হতে পারেননি। তবে একাংশের ধারণা, ওটা ‘সুপারস্ট্রাকচার’ই। তারা খেয়াল করেছেন, বহু দূরের ওই তারায় বিশাল একটা কাঠামো ক্রমাগত ওঠানামা করছে। মনে করা হচ্ছে সেটি আসলে এলিয়েনদের বানানো রাক্ষুসে সৌর প্যানেল। এটি সত্যিকারের তথ্য হলেও ইয়েল ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী তাবেথা বয়াজিয়ানের মতো অনেকের কাছে এখনও তা অবিশ্বাস্যই ঠেকছে। এ অবধি যে তথ্যই হাতে এসেছে তা নিয়ে ঐকমত্যে পৌঁছনো যায়নি। যে কারণে হাতে আরও সময় নিচ্ছেন তারা। সূত্র : ওয়েবসাইট
×