ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় বিদ্রোহীদের হাত শক্তিশালী করতে ওবামা ও এরদোগানের প্রতিশ্রুতি

প্রকাশিত: ০৫:৫৮, ১৭ অক্টোবর ২০১৫

সিরিয়ায় বিদ্রোহীদের হাত শক্তিশালী করতে ওবামা ও এরদোগানের প্রতিশ্রুতি

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তইপ। এরদোগান বৃহস্পতিবার ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই জোরদার এবং সিরিয়ার মধ্যপন্থী বিরোধী দলকে শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। খবর এএফপির। আঙ্কাকায় শনিবারের বোমা হামলা ৯৯ জন নিহত হওয়ার ঘটনায় টেলিফোনে কথা বলার সময় দু’দেশের প্রেসিডেন্ট সিরিয়ায় আইএস দমনে গুরুত্বপূর্ণ সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন। জি২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে ওবামার তুরস্ক সফরের কয়েক সপ্তাহ আগে তারা টেলিফোনে এ আলোচনা করলেন। এ সময় উভয় দেশ ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে যুদ্ধের প্রতিশ্রুতি ব্যক্ত করে। তবে তুরস্কের বিমান বাহিনীকে বেশির ভাগ ক্ষেত্রেই কুর্দি মিলিশিয়া গ্রুপ পিকেকে’র অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে দেখা যায়। হোয়াইট হাউস জানায়, টেলিফোনে কথা বলার সময় ওবামা ও এরদোগান তুরস্কে পিকেকে’র হামলা বন্ধের জরুরী প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
×