ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সবচেয়ে হালকা ধাতু

প্রকাশিত: ০৫:৫৯, ১৭ অক্টোবর ২০১৫

সবচেয়ে হালকা ধাতু

সম্প্রতি বিশ্বের সবচেয়ে হালকা ধাতু তৈরির দাবি করছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। ওই হালকা ধাতুটির নাম দেয়া হয়েছে ‘মাইক্রোল্যাটিস।’ এই ধাতুর ৯৯.৯৯ শতাংশই বাতাস। উড়োজাহাজ নির্মাণের ক্ষেত্রে ওজন প্রতিবন্ধক। তাই উড়োজাহাজে যে ধাতু ব্যবহার করা হবে, সেটির ওজন যত কম হবে, তত ভাল। কারণ স্বল্প ওজন হলে জ্বালানি কম খরচ হয়। এটি দেখতে অনেকটাই ‘স্পঞ্জ’ বা ‘মেশ’ এর মতো এবং একইসঙ্গে নমনীয় ও শক্ত। এই ধাতুটি এয়ারলাইন্সের প্রচুর অর্থ বাঁচাতে সাহায্য করবে। -সিএনএন
×