ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যাপক সড়ক সংস্কার

সিলেটে নির্মাণ হচ্ছে ছয় সেতু ২৭ কালভার্ট

প্রকাশিত: ০৬:০৩, ১৭ অক্টোবর ২০১৫

সিলেটে নির্মাণ হচ্ছে ছয় সেতু ২৭ কালভার্ট

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে সড়ক সংস্কারের কাজ হাতে নেয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে সিলেট বিভাগের ৪ জেলায় ৮৫ কিলোমিটার সড়ক সংস্কার ছাড়াও ৬টি সেতু ও ২৭টি কালভার্ট নির্মাণ কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের কাজ আগামী বছরের জুনের মধ্যেই বাস্তবায়নের কথা রয়েছে। জানা গেছে, অনুমোদিত এ প্রকল্পে সিলেট বিভাগের ৪ জেলার ৭টি সড়কের সংস্কার কাজ করা হবে। মোট বরাদ্দের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে সিলেট জেলায়। সিলেট জেলার ৩ সড়কে মোট বরাদ্দ ২৮ কোটি ১৬ লাখ টাকা। সর্বনিম্ন বরাদ্দ দেয়া হয়েছে সুনামগঞ্জ জেলায়। সুনামগঞ্জের ২ সড়কে বরাদ্দ দেয়া হয়েছে ২১ কোটি ৫০ লাখ টাকা। এছাড়াও হবিগঞ্জের ৩ সড়কের জন্যে ২৭ কোটি ৭৮ লাখ ও মৌলভীবাজারের একটি সড়কের জন্য ২২ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে অনুমোদিত এ প্রকল্পে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুমোদিত এ প্রকল্পের মধ্যে কানাইঘাট-শাহবাগ সড়কের ১৮ কিলোমিটার সংস্কার করা হবে। এ সড়কে ২টি কালভার্ট নির্মাণ, রক্ষণাবেক্ষণ, সড়ক প্রশস্তকরণসহ উন্নয়ন কাজে ব্যয় হবে ১৮ কোটি ৬৯ লাখ টাকা। রশিদপুর-বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কে ৭ কিলোমিটার সংস্কার করা হবে। এছাড়াও এ সড়কে ৪টি কালভার্ট নির্মাণ, রক্ষণাবেক্ষণ, পেভমেন্ট মজবুতিকরণ, সিলেট-দাউদাবাদ-দাউদপুর-ভাদেশ্বর-মিরগঞ্জ-মানিককোনা-ফেঞ্চুগঞ্জ সড়কে ১ দশমিক ৮২৫ কিলোমিটার কাজ, ৫টি কালভার্ট নির্মাণ ও নতুন পেভমেন্ট নির্মাণ করা হবে। এ দুই সড়কের উন্নয়নে ব্যয় হবে ৯ কোটি ৪৭ লাখ টাকা। সুনামগঞ্জের সুনামগঞ্জ-কাঁচিরগাতি-বিশ্বম্ভরপুর সড়কে ১৪ দশমিক ৭০ কিলোমিটার সংস্কার কাজে ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৫৫ লাখ টাকা। গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার-সুনামগঞ্জ সড়কে ১৫ দশমিক ৫০ কিলোমিটার সংস্কার কাজ, ১টি সেতু নির্মাণ, সড়ক প্রশস্তকরণ ও পেভমেন্ট নির্মাণ কাজে ব্যয় হবে ১৩ কোটি ২৫ লাখ টাকা। মৌলভীবাজারের কুলাউড়া-শমসেরনগর-শ্রীমঙ্গল সড়কে ১৭ কিলোমিটার সংস্কার কাজ, ১টি সেতু ও ১৬টি কালভার্ট নির্মাণ, প্রশস্তকরণ ও পেভমেন্ট নির্মাণ কাজে ২২ কোটি ১২ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। হবিগঞ্জের হবিগঞ্জ-বানিয়াচং সড়কে শুধুমাত্র ৪টি সেতু নির্মাণে ব্যয় হবে ১২ কোটি ৬১ লাখ টাকা। বানিয়াচং-নবীগঞ্জ সড়কের ৯ কিলোমিটার পেভমেন্ট প্রশস্তকরণ ও সারফেসিং কাজ ও শায়েস্তাগঞ্জ-পুরানবাজার-কলিমনগর সড়কে ৩ কিলোমিটার সারফেসিং কাজের জন্য ৯ কোটি ১৭ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
×