ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চৌগাছায় মুক্তিযোদ্ধার বসতভিটা দখল

প্রকাশিত: ০৬:০৫, ১৭ অক্টোবর ২০১৫

চৌগাছায় মুক্তিযোদ্ধার  বসতভিটা দখল

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের চৌগাছার গয়ড়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধার বসতভিটা দখল করে নিয়েছে এক ভূমিদস্যু। এ ব্যাপারে প্রশাসনের কাছে অভিযোগ দিলেও দখলমুক্ত হচ্ছে না তার বসতভিটা। শুক্রবার সকালে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে সংগঠনের জেলা সভাপতি এএইচএম মুযহারুল ইসলাম মন্টু জানান, চৌগাছার স্বরূপদহ ইউনিয়নের গয়ড়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মৃত নিরাপদ ম-লের ২১ শতক জমিতে খলিলুর রহমান নামে স্থানীয় এক দুর্বৃত্ত জবরদখল করে সেখানে বাড়ি বানিয়েছে। তার ছেলেরা বাড়িতে না থাকার সুযোগে খলিল জমি দখল করে সেখানে ঘরবাড়ি তৈরি করেছে। মুক্তিযোদ্ধা মৃত নিরাপদ ম-লের ছেলে কেশবপুরের কলেজিয়েট স্কুলের শিক্ষক নিমাই চন্দ্র ম-ল বিষয়টি জানতে পেরে বাড়িতে এসে বসতভিটা দখলের বিষয়টি নিশ্চিত হন। এ বিষয়ে তিনি গত ২৫ মে চৌগাছা থানায় একটি জিডি করেন। এরপর থানা পুলিশ তাদের উভয় পক্ষকে থানায় ডেকে নিয়ে মীমাংসা করে দেন। এরপর নিমাই চন্দ্র তার বসতভিটায় ঘর বানাতে গেলে খলিল কাজে বাধা এবং খুন জখমের হুমকি দেয়। বিষয়টি চৌগাছা মুক্তিযোদ্ধা কমান্ডকে জানানো হয়।
×