ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অবশেষে হকি ক্যাম্প শুরু, তবে ...

প্রকাশিত: ০৬:০৯, ১৭ অক্টোবর ২০১৫

অবশেষে হকি ক্যাম্প  শুরু, তবে ...

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় হকি দলের এসএ গেমসের ক্যাম্প কয়েক দফা পেছানোর পর শেষ পর্যন্ত বৃহস্পতিবার সাভারের জিরানির বিকেএসপিতে শুরু হয়েছে দলের ক্যাম্প। তবে রিপোর্টিংয়ের দিন কোচ ও বিকেএসপির খেলোয়াড়রা উপস্থিত থাকলেও ছুটি না পাওয়ায় সার্ভিসেস দলের কেউ রিপোর্ট করেননি। দলের সিনিয়র খেলোয়াড়রা হকি ফেডারেশনের সঙ্গে সমঝোতায় পৌঁছে খুব শীঘ্রই ক্যাম্পে যোগ দেবেনÑ এমনটাই আশা করছেন কোচ মাহবুব হারুন। পাশাপাশি ক্যাম্পে ডাক পাওয়া নতুনদের প্রত্যাশাÑ নিজের সেরাটা দিয়ে মূল দলে জায়গা করে নিতে পারবেন তারা। এসএ গেমসকে সামনে রেখে ক্যাম্প শুরুর সময় বার বারই পিছিয়ে যাচ্ছিল খেলোয়াড়দের ক্যাম্প বর্জনের জের ধরে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের শর্ত ছিলÑ ১৫ অক্টোবরের মধ্যে ক্যাম্প শুরু করতে না পারলে সাফ গেমসের ডিসিপ্লিন থেকে হকির নাম বাদ দেয়া হবে। তাই একপ্রকার জোর করেই বিকেএসপিতে ‘বিদ্রোহী’ খেলোয়াড়দের ছাড়াই ক্যাম্প শুরু করেছে হকি ফেডারেশন। তবে কোচ ও বিকেএসপির ১২ খেলোয়াড় ছাড়া আর কেউ রিপোর্টিংয়ের জন্য উপস্থিত ছিল না প্রথম দিন। তাই এদিন বিকেএসপির খেলোয়াড়দের অনুশীলন দেখেই সময় কাটে কোচ মাহবুব হারুনের। যদিও সার্ভিসেস দলের খেলোয়াড়রা তাদের কর্মক্ষেত্র থেকে ছুটি না পাওয়ায় এদিন যোগ দিতে পারেননি বলে জানান দলের কোচ। তবে তিনি এখনও আশা করেন, বিদ্রোহী খেলোয়াড়েরা ফেডারেশনের সঙ্গে সমঝোতা করে শীঘ্রই ক্যাম্পে যোগ দেবে। অস্বাস্থ্যকর পরিবেশের জন্য বিভিন্ন ফেডারেশনের চলমান ক্যাম্পের এ্যাথলেটদের দ্রুত হোটেলে পুনর্বাসন করা হবে বলেও জানিয়েছে বিওএ।
×