ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গল টেস্টে লঙ্কানদের দাপট

প্রকাশিত: ০৬:০৯, ১৭ অক্টোবর ২০১৫

গল টেস্টে লঙ্কানদের দাপট

স্পোর্টস রিপোর্টার ॥ কেন তিনি দ্বীপ-দেশটির সেরা বোলার সেটি আরও একবার প্রমাণ করলেন রঙ্গনা হেরাথ। ঘূর্ণিবিষে পুড়িয়ে ছাই করলেন ক্যারিবীয়দের। শ্রীলঙ্কার ৪৮৪ রানের জবাবে প্রথম ইনিংসে ২৫১ রানে অলআউট হয়ে ফলোঅনে ওয়েস্ট ইন্ডিজ। দশ উইকেটের ৬টিই নেন হেরাথ। দ্বিতীয় ইনিংসে ৬৭ রান করতে নেই ২ উইকেট। সব মিলিয়ে ইনিংস হার এড়াতেই সফরকারীদের চাই আরও ১৬৬ রান! তিন দিনে গল টেস্টের লাগাম স্বাগতিক শ্রীলঙ্কার হাতে। বৃষ্টি বা অবিশ্বাস্য কোন ঘটনা ছাড়া সিরিজের প্রথম টেস্টে উইন্ডিজের জন্য হার এড়ানোটা সত্যি কঠিন। ২ উইকেটে ৬৬ রান নিয়ে শুক্রবার তৃতীয় দিনে প্রথম ইনিংসের খেলা শুরু করে ক্যারিবীয়রা। হেরাথ-ঘূর্ণির মুখে একমাত্র ডোয়াইন ব্রাভোই কিছুটা প্রতিরোধ গড়তে পারেন। সর্বোচ্চ ৫০ রান আসে তার ব্যাট থেকে। এক পর্যায়ে ১৭১ রানে ৭ উইকেট হারানো উইন্ডিজকে আরও বড় লজ্জার হাত থেকে বাঁচান টেলএন্ডাররা। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ নয় নম্বরে নামা জেরমে টেইলরের। দেবেন্দ্র বিশু অপরাজিত ২৩। অধিনায়ক জেসন হোল্ডার করেন ১৯ রান। এক হেরাথের বিষাক্ত ছোবলে নীল ক্যারিবীয়রা। ৩৩ ওভারে ৬৮ রান দিয়ে ৬ উইকেট নেন এ লঙ্কান স্পিনার। মুত্তিয়া মুরলিধরনের পর এক ভেন্যুতে (গলে) আট বা ৫ বা ততধিক উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন হেরাথ। ফলোঅনে পড়া উইন্ডিজকে টুটি চেপে ধরতে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামান লঙ্কাপতি এ্যাঞ্জেলো ম্যাথুস। সফলও হন। ৬০ রানের মধ্যে প্রতিপক্ষ দুই ব্যাটসম্যানকে (ব্রেথওয়েট ৩৪, হোপ ৬) ফেরান হেরাথ ও মিলিন্দা শ্রীবর্ধনে। শ্রীলঙ্কা প্রথম ইনিংস ৪৮৪/১০ (১৫২.৩ ওভার; চান্দিমাল ১৫১, করুনারতেœ ১৮৬, ম্যাথুস ৪৮, পেরেরা ২৩; বিশু ৪/১৪৩, টেইলর ২/৬৫)। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ২৫১/১০ (৮২ ওভার; ব্রাভো ৫০, টেইলর ৩১, বিশু ২৩, হোপ ২৩, রামদিন ২৩; হেরাথ ৬/৬৮, প্রসাদ ২/৩৮) ও দ্বিতীয় ইনিংস ৬৭/২ (২৭ ওভার; ব্রেথওয়েট ৩৪, ব্রাভো ২০*)। *তৃতীয় দিন শেষে
×