ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বুটজোড়া তুলে রাখছেন রাউল

প্রকাশিত: ০৬:০৯, ১৭ অক্টোবর ২০১৫

বুটজোড়া তুলে রাখছেন রাউল

স্পোর্টস রিপোর্টার ॥ পাকাপাকিভাবে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন রাউল গঞ্জালেস। রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা আগামী নবেম্বরে ফুটবলকে বিদায় জানাবেন। অর্থাৎ নিউইয়র্ক কসমসের হয়ে চলতি মৌসুম শেষেই ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন রাউল। নবেম্বরে দক্ষিণ আমেরিকান সকার লীগের ২০১৫ মৌসুমের পর্দা নামবে। বর্তমানে নিউইয়র্ক কসমসে খেলা রাউল ২১ বছরের ফুটবল ক্যারিয়ারে রিয়ালের হয়ে অসংখ্যা শিরোপা জিতেছেন। এর মধ্যে আছে তিন চ্যাম্পিয়ন্স লীগ ও ছয় লা লিগা শিরোপা। অবসর প্রসঙ্গে রাউল বলেন, লম্বা সময় ধরে ফুটবল আমার জীবনের অংশ হয়ে আছে। অবসরের সিদ্ধান্ত নেয়াটা সহজ নয়। কিন্তু আমি মনে করি, এটাই সঠিক সময়। ১৯৯৬ সালে স্পেন জাতীয় দলে অভিষেক হয় রাউলের। দেশের হয়ে ১০ বছরের ক্যারিয়ারে ১০২ ম্যাচ খেলে করেছেন ৪৪ গোল।
×