ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নেইমারকে নিষিদ্ধের দাবি সান্তোসের

প্রকাশিত: ০৬:১০, ১৭ অক্টোবর ২০১৫

নেইমারকে নিষিদ্ধের দাবি সান্তোসের

স্পোর্টস রিপোর্টার ॥ কোপা আমেরিকায় অশোভনীয় আচরণের কারণে চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরার পথে নেইমার। আর এই মুহূর্তেই নতুন করে নিষেধাজ্ঞার কবলে পড়ার খবর বার্সিলোনার এই ব্রাজিলিয়ান তারকার। মূলত চুক্তির শর্ত ভঙ্গ করায় ফিফার কাছে নেইমারকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করার আবেদন করেছে তারই সাবেক ক্লাব সান্তোস। ব্রাজিলের ক্লাবটির দাবি, তাদের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গ করে স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনায় যোগ দিয়েছিলেন নেইমার। তাই ব্রাজিলের গণমাধ্যম জানায়, স্পেনের ক্লাব বার্সিলোনার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সান্তোস কর্তৃপক্ষ। তবে নেইমার এইসব অভিযোগ অস্বীকার করেছেন। সান্তোসের অনুমতি নিয়েই কাতালান ক্লাবটিতে যোগ দেয়ার কথা জানান তিনি। শুধু তাই নয়, ২০১১ সালে বার্সিলোনার সঙ্গে কথা বলার অনুমতি দিয়ে সান্তোস সভাপতির দেয়া একটি চিঠিও তার কাছে আছে বলে জানান নেইমার। সান্তোস কর্তৃপক্ষ ক্ষতিপূরণ হিসেবে পাঁচ কোটি ৫০ লাখ ইউরো দাবি করেছে। তাদের অভিযোগ, বার্সিলোনায় যোগ দেয়ার লক্ষ্যে নেইমার ফিফার আচরণ বিধি ভঙ্গ করেছিল। এ বিষয়ে ক্লাবটির সভাপতি রোমা জুনিয়র বলেন, ‘আমি এ সংক্রান্ত মামলাটি দায়ের করেছি গত মে মাসে। কারণ ট্রান্সফারে যে চুক্তি করা হয়েছে তা একদম স্বচ্ছ এবং নিয়ম অনুযায়ী করা হয়নি। কোর্ট এবং স্প্যানিশ প্রোসিকিউটর ইতোমধ্যেই তা প্রমাণ করেছে। এর প্রমাণ ব্রাজিলিয়ান কোর্টেও আছে।’ আর নেইমারের চুক্তিসংক্রান্ত এ সব বিষয়ে ফিফাকেও সঠিকভাবে তদন্ত করার আহ্বান জানান সান্তোস সভাপতি। এ বিষয়ে তার মন্তব্য হলো, ‘এটা আমাদের দৃঢ় বিশ্বাস যে এ ব্যাপারে ফিফা প্রশাসনিকভাবে আলাপ-আলোচনা করবে। যে বিষয়গুলো অবৈধ্য সেগুলো নিয়ে ফিফার অবশ্যই তদন্ত করা উচিত।’ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে হেরে যায় ব্রাজিল। তবে নেইমারবিহীন দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষেই জয়ে ফিরে কার্লোস দুঙ্গার দল। আর সেই ম্যাচে একাই জোড়া গোল করেন উইলিয়ান। আর উইলিয়ানের পারফর্মেন্সে মুগ্ধ ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার জুনিনহো পার্নামবুকানো। উইলিয়ানকে নেইমারের সঙ্গেও তুলনা করেছেন সাবেক এই ব্রাজিলিয়ান। এ বিষয়ে তিনি বলেন, ‘উইলিয়ানের বর্তমান পর্যায়টা নেইমারের পরেই।’
×