ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দারফুর শান্তি মিশনে ডেপুটি কমান্ডার হচ্ছেন জে. মাকসুদ

প্রকাশিত: ০৭:৩৪, ১৭ অক্টোবর ২০১৫

দারফুর শান্তি মিশনে ডেপুটি কমান্ডার হচ্ছেন জে. মাকসুদ

বিডিনিউজ ॥ সুদানের দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ পেতে চলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি একেএ মোমেন শুক্রবার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মাকসুদুর রহমানকে মিশনের ডেপুটি ফোর্স কমান্ডার পদে নিয়োগের সিদ্ধান্ত সম্পর্কে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেল হার্ভে ল্যাডসোস বৃহস্পতিবার তাকে জানিয়েছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) প্রধান মাকসুদুর রহমান ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। তিনি এ পদে গেলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের উচ্চ পদে বাংলাদেশীদের নেয়ার যে দাবি রয়েছে তা পূরণের দিকে একধাপ অগ্রগতি হবে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত মোমেন। তিনি বলেন, এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি সুসংবাদ।
×