ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৌদি আরবে মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত ৫

প্রকাশিত: ১৮:২৮, ১৭ অক্টোবর ২০১৫

সৌদি আরবে মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত ৫

অনলাইন ডেস্ক ॥ সৌদি আরবের একটি মসজিদে বন্দুকধারীর হামলায় এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। গতকাল শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। বিবৃতিতে তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় কাতিফ শহরের সাইহাত এলাকায় অবস্থিত আল-হাইদারিয়া হুসাইনিয়া নামে একটি মসজিদে হামলা চালায় একজন বন্দুকধারী। ঘটনাস্থলেই ৫ সৌদি নাগরিক নিহত হন। ওই মুখপাত্র আরও জানান, এ সময় পুলিশের গুলিতে মারা যান ওই হামলাকারী। এদিকে এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ঘটনাটি এখনও তদন্তাধীন। এর আগে ২০১৫ সালের মে মাসে সৌদি আরবের একটি মসজিদে আত্মঘাতী হামলায় ২১ জন নিহত হন। তখনও হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল আইএস।
×