ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে পুলিশ-ডাকাতের কথিত বন্দুক যুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত: ১৮:৫১, ১৭ অক্টোবর ২০১৫

জয়পুরহাটে পুলিশ-ডাকাতের কথিত বন্দুক যুদ্ধে ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জয়পুরহাটে ডাকাতের সাথে পুলিশের কথিত বন্দুক যুদ্ধে রেজাউল নামে এক ডাকাত নিহত হয়েছে। জয়পুরহাট পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কোমরগ্রাম এলাকায় শুক্রবার রাত ৯টার দিকে ডাকাতি প্রস্তুতির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের অবস্থান টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়লে পুলিশ ও পাল্টা গুলি ছোড়ে। এতে রেজাউল নামে এক ডাকাতের দুই পায়ে গুলি লেগে গুরুতর আহত হয়। এ সময় তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছুরি ও লোহার রড উদ্ধার করে। পরে গুরুতর আহত ডাকাত রেজাউলকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে শুক্রবার রাতেই তাকে বগুড়ায় স্থানান্তর করা হয়। চিকিৎসধিীন অবস্থায় বগুড়া শজিমেক শনিবার সকালে মারা যায়।
×