ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্লাসিক ম্যাচের অপেক্ষায় ফুটবল বিশ্ব

প্রকাশিত: ১৮:৫৩, ১৭ অক্টোবর ২০১৫

ক্লাসিক ম্যাচের অপেক্ষায় ফুটবল বিশ্ব

অনলাইন ডেস্ক ॥ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। দুই দলের প্রতিদ্বন্দ্বিতার ধার এমনই যে, তাদের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ম্যাচগুলোও পেয়ে আসছে ক্লাসিকের মর্যাদা! ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে নিজেদের তৃতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে গতবারের রার্নাসআপ আর্জেন্টিনার। ঘরের মাঠে খেলতে নামবে আর্জেন্টাইনরা। বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আগামী ১৪ নভেম্বর (ভোর চারটা) ব্রাজিলকে আতিথ্য দেবে তারা। আর তাই প্রায় একমাস বাকি থাকলেও ইতোমধ্যেই ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা আর্জেন্টিনাকে নিয়ে ভাবা শুরু করে দিয়েছেন। স্বাগতিকদের বিপক্ষে এ ম্যাচে নিজের শিষ্যদের কিভাবে সাজাবেন তারও ছক কষতে শুরু করেছেন দুঙ্গা। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে দুঙ্গা জানান, স্বাধীনভাবে ক্লাসিক ম্যাচের ফলাফল সর্বদাই কঠিন হয়। আর্জেন্টিনার বিপক্ষে খেলা চ্যাম্পিয়নশিপের ম্যাচের মতোই। তাদের মোকাবেলার জন্য নিজেদের সেরাটা নিয়েই আমাদের প্রস্তুত থাকতে হবে। ব্রাজিল বনাম আর্জেন্টিনা সর্বদাই অন্য ম্যাচের চেয়ে আলাদা। কারণ, তাদের বিপক্ষে আমরা যখন জয় পাই তখন ব্যবসায়িক ক্ষেত্রেও এর প্রভাব পড়ে। অন্যদিকে হারলে বেশ চাপের মধ্যে থাকতে হয়। গত ১০০ বছরে বিশ্বকাপ বাছাইপর্ব, মূলপর্ব, কোপা আমেরিকা ও সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় দুই দেশের ম্যাচের ফলাফল যা-ই হোক, বিশ্বব্যাপী ফুটবল ভক্তদের জন্য সেটি হয়ে দাঁড়ায় যুদ্ধের ন্যায়।
×