ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভৈরবে নবীন লীগের কমিটি গঠন নিয়ে দু‘গ্রুপের সংঘর্ষে আহত ৩৫

প্রকাশিত: ২১:২০, ১৭ অক্টোবর ২০১৫

ভৈরবে নবীন লীগের কমিটি গঠন নিয়ে দু‘গ্রুপের সংঘর্ষে আহত ৩৫

নিজস্ব সংবাদদাতা, ভৈরব ॥ ভৈরবে নবীন লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে শনিবার সকালে ভবানীপুর গ্রামে দুগ্রুপের সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছে ।এ সময় বাড়ি-ঘর ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষে আহতরা হলো মামুন মিয়া, নাসিম, ইব্রাহিম, রাজিব, বিল্লার মিয়া, মূর্শিদ মিয়া, মমিন মিয়া সাইফুল, আঙ্গুর মিয়া কে ভৈরব উপজেলা স্বাস্থ্র্য কমপ্লেক্স্র ও গুরুতর আহত আসাদ মিয়া, মিষ্টু মিয়া,রমজান মিয়া,দানা মিয়া ও আলমগীর কে ভাগল পুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসিরা জানায় নবীন লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে শ্রী নগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে শুক্রবার রাতে সাধারন সম্পাদক প্রার্থী দেলোয়ার হোসেন সমর্থকরা এলাকায় মিছিল বের করলে সুলায়মান সমর্থকরা মিছিলে অতর্কিত হামলা চালায়। উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে । সংঘর্ষে ৪/৫ জন কর্মী সমথর্ক আহত হয় ।এ ঘটনার জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলা ও শিশুসহ অন্তত ৩৫ জন আহত হয় ।
×