ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তান কি ব্রড-এন্ডারশনকে সামাল দিতে পারবে

প্রকাশিত: ২১:৩৪, ১৭ অক্টোবর ২০১৫

পাকিস্তান কি ব্রড-এন্ডারশনকে সামাল দিতে পারবে

অনলাইন ডেস্ক ॥ প্রথম ইনিংসে পাকিস্তানের সোয়েব মালিকের ২৪৫ এর পর ইংল্যান্ডের অধিনায়ক এলিস্টার কুক যখন পাকিস্তানের রান তাড় করে ২৬৩ রানের একটি দৃষ্টিনন্দন ইনিংস খেললেন তখন মনে হয়ছিল এই উইকেট বুঝি প্রাণ নাই। ইংল্যান্ড পাকিস্তানের ৫২৩ রান টপকে আরও ৭৫ রান যোগ করে ৯ উকেটে ৫৯৮ রানে যখন ইনিংস ঘোষনা করেন তখন মনে হয়চ্ছিল ম্যাচটি নিছক ড্রয়ের দিকে এগুচ্ছে। কিন্তু পাকিস্তন ২য় ইনিংসে ব্যাট করতে এসেই এন্ডারসনের ২য় এবং ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই বোল্ড আউট হলেন অপেনার মাসুদ। স্কোর বোডে তখন পাকিস্তানের রান ৩। এখানেই থেমে থাকেনি এন্ডারসন এই ওভারের ৫ম বলে একটি আতর্কিত বাউন্সারে ফিরিয়ে দিলেন প্রথম ইনিংসের ২৪৫ করা সোয়েব মালিককে। গ্যালারির দর্শক যেন নড়ে চড়ে বসলেন। কিছু কি ঘটতে যাচ্ছে। ৫ম দিনের পিচ কিছুটা ভেঙ্গেছে। এই উইকেটে বোলারা বাড়তি সুযোগ পাবে। এখনও পরের দুই শেষনে বাকি আছে ৬৭ ওভার। এখনও ইংল্যান্ড এগিয়ে আছে ৪০ রানে। লাঞ্চ বিরতি পর্যন্ত পাকস্তানের সংগ্রহ ২ উইকেটে ৩৫রান। ক্রিজে আছে হাফিজ ৩২ ও ইউনুস খান ২ রানে। তবে যাই হোকনা কেন আপাদ দৃষ্টিতে ম্যাচ ইংল্যান্ডের দিকেই কিছুটা এগিয়ে আছে।
×