ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে জমির বিরোধে হামলায় প্রবাসীর স্ত্রী শিশুসহ আহত ৮

প্রকাশিত: ২২:১২, ১৭ অক্টোবর ২০১৫

লক্ষ্মীপুরে জমির বিরোধে হামলায় প্রবাসীর স্ত্রী শিশুসহ আহত ৮

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আলাদা ঘটনায় নারী ও শিশুসহ আট জন আহত হয়েছে। উপজেলার বামনীর কবিরহাট ও পৌরসভার পশ্চিম মধুপুর এলাকায় এ ঘটনায় ঘটে। এনিয়ে শুক্রবার সন্ধ্যায় রায়পুর থানায় পৃথক দুইটি অভিযোগ করা হয়েছে। আহতদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় ওই এলাকাগুলোতে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও আহতরা জানায়, উপজেলার বামনীর কবিরহাট এলাকায় শুক্রবার বিকেলে প্রভোদ চন্দ্র দাসের স্ত্রী শ্রীকৃতি রানী দাস (৪০) নিজেদের বাগান থেকে সুপারি আনতে যায়। এ সময় স্থানীয় শাহ আলম ও রিয়াদ তাকে পিটিয়ে আহত করে। বাধা দিতে গেলে তার (শ্রীকৃতি) শ্বাশুড়ি রানী বালা দাস (৭০), ছেলে প্রনদ দাস (১০) ও প্রলয়কে (৮) পিটিয়ে আহত করা হয়। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার পশ্চিম মধুপুর এলাকায় জমি দখলে ব্যর্থ হয়ে সৌদি প্রবাসী আবদুল মতিনের স্ত্রী ফাতেমা বেগম পারুলকে (৪০) হাতুড়ে পেটা করা হয়। তার শরীরের বিভিন্ন অংশে মারাতœক জখমের চিহ্ন রয়েছে। ঘটনার সময় বাধা দিতে গেলে ঝা সাজু বেগম (২৯), তার ছেলে সৃজনকেও (৩) পিটিয়ে আহত করা হয়। একই এলাকার সিরাজ ভূঁইয়ার ছেলে শাহাদাত হোসেনের নেতৃত্বে একদল যুবক প্রবাসী পরিবারের ওপর অতর্কিত এ হামলা চালিয়েছে। এদিকে অভিযুক্ত শাহ আলম ও শাহাদাত হোসেন অভিযোগ অস্বীকার করেছেন। এ ব্যাপারে রায়পুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: মোশারফ হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
×