ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে ৭৪ টির মধ্যে ৬৫ টি পূজা মন্ডপ ঝুঁকিপূর্ন

প্রকাশিত: ২২:২৩, ১৭ অক্টোবর ২০১৫

লক্ষ্মীপুরে ৭৪ টির মধ্যে ৬৫ টি পূজা মন্ডপ ঝুঁকিপূর্ন

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে সনাতন ধর্মলম্বীদের সবচাইতে বড় উৎসব শারদীয়া দূর্গা পূজা উৎসব আগামী ১৯ অক্টোবর সোমবার থেকে শুরু হচ্ছে। উৎসবকে ঘিরে চলছে প্রতিমাগুলোতে শিল্পীদের শেষ আচড় দেয়ার পালা। রাতদিন নির্ঘুম থেকে এ কাজ দ্রুত এগিয়ে চলছে। জেলায় এবার ৭৪ টি পূজা মন্ডপ তৈরী হচ্ছে। গত বছর এ সংখ্যা ছিলো ৭২টি। সদর ও রামগঞ্জ উপজেলায় একটি করে মন্ডপ এবার বেড়েছে। ৭৪টি মন্ডপের মধ্যে ৬৫ টি ঝুঁিকপূর্ন । পুলিশের মতে এসব মন্ডপগুলো গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে। এর মধ্য দিয়েও পূজা উদযাপনে উৎসব আনন্দ উপভোগ করতে পাড়ায় পাড়ায় মন্দির ও প্রতিমা গুলোকে বর্ণিল সাজে সাজাতে ব্যস্ত সময় কাটাচ্ছে কারিগরসহ হিন্দু সম্প্রদায়ের লোকজন। যুদ্ধাপরাধীদের ফাঁসির রায়কে ঘিরে হিন্দু সম্প্রদায়ের লোকজন শংকা প্রকাশ করলেও নিরাপত্তা ব্যবস্থায় আইন শৃংখলা বাহিনী বিশেষ নজরদারীতে থাকছেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রশাসন।
×