ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ভোলায় দৃষ্টি ফিরে পাওয়া রোগীদের সংবর্ধনা

প্রকাশিত: ২২:২৭, ১৭ অক্টোবর ২০১৫

ভোলায় দৃষ্টি ফিরে পাওয়া রোগীদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা,ভোলা,১৭ অক্টোবর ॥ ” সবার জন্য চক্ষু সেবা ” এই শ্লোগান নিয়ে জনসাধারনকে উদ্ধুদ্ধ করতে ভোলায় বিশ্ব দৃষ্টি দিবস পালন করা হয়েছে। নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের আয়োজনে শনিবার দুপুরে উকিল পাড়া থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে ভোলা জেলা প্রশাসক মোঃ সেলিম রেজাসহ এ সময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। র‌্যালী শেষে নিজাম-হাসিনা ফাউন্ডেশনের নির্মানাধীন ইসলামিক কমপ্লেক্স অডিটেরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় হাসপাতালটিতে অপারেশন করে দৃষ্টি ফিরে পাওয়া রোগীদের সংবর্ধিত করে নিজাম-হাসিনা ফাউন্ডেশন। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পলিষদ প্রশাসক আবদুল মমিন টুলু। বক্তব্য রাখেন, ডাঃ আবুল মালেক,ডাঃ মশিউর রহমান,ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাঙ্গীর,সম্পাদক সামস উল আলম মিঠু, ভোলা বিজেপির সম্পাদক, আনোয়ার হোসেন,আজকের ভোলার সম্পাদক মু.শওকাত হোসেন প্রমুখ। আলোচনা সভায় নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, দ্বীপজেলা ভোলার এক মাত্র এই চক্ষু হাসপাতালটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর বিনামূল্যে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার দৃষ্টিহীন রোগীকে সফল অপারেশন করা হয়। এ ছাড়াও প্রায় ৮০ হাজার হাজার চক্ষু চিকিৎসা ও ৫১ হাজার রোগীকে সাধারন চিকিৎসা দেয়া হয়েছে।
×