ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে দু’জন গুরুতর আহত

প্রকাশিত: ২২:৩০, ১৭ অক্টোবর ২০১৫

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে দু’জন গুরুতর আহত

নিজস্ব সংবাদদাতা,পটিয়া ॥ চট্টগ্রাম-দোহাজারী লাইনে পটিয়ায় ট্রেনে কাটা পড়ে দু’জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল ধরের পুত্র গৌতম ধর (২২)। সে সাউথর্দান ইউনির্ভাসিটির বিবিএ ১ম বর্ষের ছাত্র। অপরজন একই এলাকার কাজল ধরের পুত্র পার্থ ধর (১৫)। সে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। শনিবার সকাল ১১টায় পটিয়া রেল স্টেশনে তেলবাহী চলন্ত ট্রেনে কাটা পড়লে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় সময় চট্টগ্রাম-দোহাজারী লাইনের পটিয়া স্টেশনসহ বিভিন্ন এলাকায় রেল লাইনে লোকজন বসে থাকে। শনিবার সকালে চট্টগ্রাম ছেড়ে আসা দোহাজারীমুখী তেলবাহী চলন্ত ট্রেনটি পটিয়া স্টেশনে পৌছলে চালক দেখতে পান রেল লাইনে দু’জন যুবক দাঁড়িয়ে রয়েছে। ট্রেনের চালক কয়েকবার হর্ণ দেওয়ার পরও রেল লাইন থেকে সরেনি গৌতম ও পার্থ। ফলে ট্রেনে কাটা পড়ে দু’জনের দুটি হাতের হিংসভাগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে ভর্তি করে। পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার মোঃ রিদোয়ান জানিয়েছেন, দু’জনের অতিরিক্ত রক্তক্ষরন হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের দু’জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
×