ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

দেশে যাত্রা শুরু করলো কুড়কুড়ে ব্রান্ড

প্রকাশিত: ০১:২০, ১৭ অক্টোবর ২০১৫

দেশে যাত্রা শুরু করলো কুড়কুড়ে ব্রান্ড

স্টাফ রিপোর্টার ॥ ‘মসলায় মাতামাতি, ফুর্তিতে ফাটাফাটি’ ক্যাম্পেইনকে সামনে রেখে উদ্ভোধন করা হল পেপসিকো’র জনপ্রিয় ব্রান্ড কুড়কুড়ের। ফলে এখন থেকে বাংলাদেশেও কুড়কুড়ে ক্রাঞ্চের ম্যাজিক ও মসলাদার স্বাদ পুরো পরিবারকে একসঙ্গে মাতিয়ে তুলবে। শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে প্রতিষ্ঠানটির ব্রান্ড অ্যাম্বাসেডর হিসাবে জনপ্রিয় অভিনেত্রী অপি করিমের নাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, কুড়কুড়ে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। মন মাতানো তিনটি ফ্লেভার এ দেশের যে কোন ক্রেতাকে আকর্ষণ করবে। বাংলাদেশে কুড়কুড়ের লঞ্চ প্রোগ্রামটি জমজমাট করে তুলতে টিভি বিজ্ঞাপনের পাশাপাশি প্রেস ও রেডিওতে আকর্ষণীয় বিজ্ঞাপন ছাড়াও অনলাইনে নানারকম কার্যক্রমের ব্যবস্থা নেওয়া হয়েছে। কুড়কুড়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অপি করিম বলেন, পেপসিকো’র ব্রান্ড কুড়কুড়ের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। কুড়কুড়ের ইয়াম্মি টেস্ট আর ক্রাঞ্চ পরিবারের সবাইকে শুধু এক সঙ্গেই করে না, আনন্দেও মাতিয়ে তোলে। ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সিমিন হোসাইন বলেন, পুরো পরিবারকে এক সঙ্গে নিয়ে উপভোগ্য সময় কাটাতে কুড়কুড়ে একটি পারফেক্ট স্ন্যাক হিসাবে সারবিশ্বে জনপ্রিয়। ভোক্তাদের পছন্দের বিভিন্ন স্বাদের কথা মাথায় রেখে কুড়কুড়ে বাজারে আসছে তিনটি লোভনীয় স্বাদে। পেপসিকো বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার দর্পণ ভাশিষ্ঠ বলেন, কুড়কুড়ে সবসময়ই পরিবারকে প্রাধান্য দেয় এবং পরিবার থেকে গ্রাহকদের সঙ্গে একধরণের সম্পর্ক গড়ে ওঠার মাধ্যমে কুড়কুড়ে ব্র্যান্ড হিসেবে সবার প্রিয় হয়ে ওঠেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, টক-ঝাল-মিষ্টি, মাসালা মাঞ্চ এবং চিলি চটকা- তিনরকম ফ্লেভারে কুড়কুড়ে বাংলাদেশে পাওয়া যাচ্ছে।
×