ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভালবাসার নাম রাসেল

প্রকাশিত: ০৫:২৪, ১৮ অক্টোবর ২০১৫

ভালবাসার নাম রাসেল

বাবা-মা, ভাইবোনের ষোল আনা আদর-ভালবাসা যাকে ঘিরে তার নাম রাসেল। পুরো নাম শেখ রিসাল উদদীন। তবে শেখ রাসেল নামেই মানুষের কাছে অধিক পরিচিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান। জন্ম ১৯৬২ সালের ১৮ অক্টোবর। ভাইবোনদের বুকের মানিক ছিল ছোট্ট এই রাসেল। বড় আপু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়নের মনি ছিল রাসেল। পঁচাত্তরের পনেরোই আগস্ট ঘাতকদের বুলেট থেকে রেহাই পায়নি নয় বছরের রাসেল। তার ‘আমি মায়ের কাছে যাবো’ আকুতি-মিনতি ঘাতকদের মন আর্দ্র করতে পারেনি। শিশু রাসেল হত্যাকা-ে বিশ্বের মানুষ বিস্ময়ে হতবাক হয়ে গেছে। ঘাতকরা সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর রাসেলকেও নির্মমভাবে হত্যা করে শিশু অধিকারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। ঘাতকদের বুলেটে নিহত শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোরদের প্রতীক। রাসেলের নাম বাংলার মানুষ স্মরণ করে গভীর ভালবাসায়। হত্যাকা-ের চল্লিশ বছর পেরিয়ে গেলেও রাসেল এখনও প্রতিবাদের নাম। শিশু অধিকারের নাম। আহাদ রেজা হৃদ্য শুক্রাবাদ, ঢাকা
×