ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মার্জার ও অ্যাকুইজিশন আইনের বিধিমালা সংশোধন হচ্ছে

প্রকাশিত: ০৫:২৯, ১৮ অক্টোবর ২০১৫

মার্জার ও অ্যাকুইজিশন আইনের বিধিমালা সংশোধন হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ কোম্পানির মার্জার এবং অ্যাকুইজিশনে জটিলতা নিরসনে বিদ্যমান সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা-২০০২ সংশোধন করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আর সংশোধিত আইনটি মার্জার এবং অ্যাকুইজিশন আইন হিসেবে বিবেচিত হবে। এর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। চলতি বছরেই আইনটির প্রয়োজনীয় সংশোধনী চূড়ান্ত করার জন্য কমিটি কাজ করবে। কমিটি বিভিন্ন দেশের এ সংক্রান্ত আইন যাচাই-বাছাই করে চূড়ান্ত সংশোধনী নির্ধারণ করবে। আর কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি সরকারের কাছে এ আইনের সংশোধনের জন্য চূড়ান্ত সুপারিশ করবে। বিএসইসি কর্মকর্তারা এ বিষয়ে জানান, বিদ্যমান আইনটিতে মার্জার এবং অ্যাকুইজিশনের বিষয়ে সরাসরি কোন দিকনির্দেশনা নেই। আর বিদ্যমান আইন মেনে মার্জার কিংবা অ্যাকুইজিশনের ক্ষেত্রে অনেক জটিলতা রয়েছে। তাই বর্তমানে কোম্পানিগুলো মার্জার কিংবা অ্যাকুইজিশনের ক্ষেত্রে কোম্পানি আইনকেই ব্যবহার করে। এই কর্মকর্তারা আরও বলেন, বিভিন্ন দেশে মার্জার এবং অ্যাকুইজিশনের জন্য পৃথক আইন রয়েছে। যার মাধ্যমে যে কোন কোম্পানি সহজে মার্জার কিংবা অ্যাকুইজিশন করতে পারে। এমনকি সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও এ বিষয়ে পৃথক আইন প্রণয়ন করা হয়েছে।
×