ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পেনিনসুলার লভ্যাংশ ও সম্পদ মূল্য বেড়েছে

প্রকাশিত: ০৫:২৯, ১৮ অক্টোবর ২০১৫

পেনিনসুলার লভ্যাংশ ও সম্পদ মূল্য বেড়েছে

সমাপ্ত হিসাব বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পেনিনসুলা চিটাগং লিমিটেডের লভ্যাংশ ও শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) বেড়েছে। তবে কমেছে শেয়ার প্রতি আয় (ইপিএস)। সমাপ্ত বছরে কোম্পানিটির লভ্যাংশ বেড়েছে ৫০ শতাংশ এবং এনএভি বেড়েছে দশমিক ৬৪ শতাংশ। তবে ইপিএস কমেছে ৫২ দশমিক ৯৬ শতাংশ। গত ৬ অক্টোবর মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করলে এ তথ্য পাওয়া যায়। কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার বিএসআরএম স্টিলের ইপিএস ঘোষণা শেয়ার প্রতি আয় (ইপিএস) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বিএসআরএম স্টিল লিমিটেডের পরিচালনা পর্ষদ। শনিবার অনুষ্ঠিত এ কোম্পানির বোর্ড সভায় ৩০ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ঘোষণা দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, ৩০ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত বিএসআরএম স্টিলের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ১৫৫ কোটি ২৬ লাখ টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৫৪ টাকা। আগের বছরে এই সময়ে কোম্পাটির শেয়ার প্রতি আয় ছিল ১.৯৬ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×