ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ড্রয়ে লিভারপুলে ক্লপ অধ্যায় শুরু

প্রকাশিত: ০৫:৪৪, ১৮ অক্টোবর ২০১৫

ড্রয়ে লিভারপুলে ক্লপ অধ্যায় শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) ড্র দিয়েই যাত্রা শুরু করলেন জার্গেন ক্লপ। শনিবার লিভারপুলের অভিষেক ম্যাচে টটেনহাম হটস্পারের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তার দল। চলতি মৌসুমের শুরু থেকেই ধুঁকছিল লিভারপুল। লীগের প্রথম সাত ম্যাচের জয় মাত্র তিনটিতে, যে কারণে কোচ ব্রেন্ডন রজার্সকে বরখাস্ত করে অলরেডরা। নতুন কোচ হিসেবে নিয়োগ দেন জার্গেন ক্লপকে। আর লিভারপুলের প্রথম ম্যাচে তার প্রতিপক্ষ ছিল টটেনহাম হটস্পার। শনিবার হোয়াইট হার্ট লেনে আতিথিয়েতা নিতে যায় লিভারপুল। কিন্তু জয় পায়নি তার দল। তবে ম্যাচে বেশ কয়েকটি সুযোগ পায় সফরকারীরা। এই ম্যাচেই অভিষেক হয় ২০ বছর বয়সী স্ট্রাইকার ডিভোক অরিগিকের। ম্যাচের শুরুতে নিজেকে প্রমাণের সুযোগও পেয়েছিলেন তিনি। কিন্তু দুভার্গ্য তার, একটি দুর্দান্ত শট বারপোস্ট থেকে ফিরে আসে। এছাড়া আরও বেশকিছু সুযোগ পেলেও তা থেকে গোল আদায় করে নিতে পারেনি ক্লপের শিষ্যরা। তবে স্বাগতিক টটেনহাম হটস্পারও বেশ কয়েকটি সুযোগ পায়। কিন্তু লিভারপুলের গোলরক্ষক সিমোন মিগনোলেট তাদের জন্য বাধা হয়ে দাঁড়ান। এই ম্যাচে অসাধারণ তিনটি সেভ করে দলকে ১ পয়েন্ট এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সিমোন মিগনোলেট। টটেনহাম হটস্পারের বিপক্ষে ড্র করেও উন্নতি হয়েছে লিভারপুলের। প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলের দশম স্থান থেকে নয়ে উঠে এসেছেন ফিলিপ কোটিনহোরা। নয় ম্যাচ খেলে তিন জয়ের সৌজন্যে তাদের সংগ্রহে এখন ১৩ পয়েন্ট। অন্যদিকে লীগ টেবিলের আটে থাকা টটেনহামেরও একধাপ উন্নতি হয়েছে। সমানসংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে বর্তমানে সপ্তম স্থানে অবস্থান করছে স্পাররা। শনিবার হোয়াইট হার্ট লেনের এই ম্যাচে সবারই অতিরিক্ত দৃষ্টি ছিল জার্গেন ক্লপের ওপর। কেননা সাবেক বরুশিয়া ডর্টমুন্ডের এই কোচের এটিই যে ছিল অভিষেক ম্যাচ। এদিকে, খুব বেশিদিন বেকার থাকতে হয়নি ব্রেন্ডন রজার্সকেও। লিভারপুলের কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার মাত্র ১১ দিন পরই নতুন চাকরি পেয়ে যান তিনি। তবে এবার কোচ নয়, কাতারভিত্তিক একটি টেলিভিশন চ্যানেলে ফুটবলের ধারাভাষ্যকার হিসেবে রজার্সকে নিয়োগ দেয়া হয়েছে। গত ৪ অক্টোবর রজার্সকে বরখাস্ত করে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব লিভারপুল।
×