ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আত্মজীবনী বই বিতরণ

প্রকাশিত: ০৫:৫৪, ১৮ অক্টোবর ২০১৫

আত্মজীবনী বই বিতরণ

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৭ অক্টোবর ॥ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শনিবার বিকেলে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নবনির্বাচিত আওয়ামী যুবলীগ যুগ্ম আহ্বায়ক রমিজ উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়েছে। চন্দ্রগঞ্জ মডেল টাউন স্কুল মাঠে আয়োজিত এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু। অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর পাঁচশ’ বই বিতরণ করা হয়। ডেসকোর বারিধারা অফিস পরিদর্শন সচিবের বিদ্যুত বিভাগের সচিব মনোয়ার ইসলাম সম্প্রতি ডেসকোর বারিধারা বিক্রয় ও বিতরণ বিভাগ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডেসকো বোর্ডের চেয়ারম্যান ড. আহমেদ কায়কাউস, ব্যবস্থাপনা পরিচালক ব্রি. জে. শাহীদ সারওয়ার, এনডিসি, পিএসসি (অব), নির্বাহী পরিচালক (প্রশাসন) আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং নির্বাহী পরিচালক (অপারেশন) নূর মহম্মদ। পরিদর্শনকালে সচিব বারিধারা বি ও বি বিভাগের আওতায় প্রি-পেইড মিটারিং কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং প্রি-পেইড মিটার ব্যবহারী গ্রাহকগণের সঙ্গে প্রি- পেইড মিটারের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেন। -বিজ্ঞপ্তি। মন্দির ভবন উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৭ অক্টোবর ॥ পৌর শহরের কালীবাড়ি মন্দিরের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ও দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষে শনিবার শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। দুপরে কালীবাড়ি দুর্গাপূজা উদ্যাপন কমিটি’র আয়োজনে মন্দির চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে মন্দির চত্বরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
×