ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হুমায়ূন আহমেদের ‘দেবী’ নাটকের শততম মঞ্চায়ন

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ অক্টোবর ২০১৫

হুমায়ূন আহমেদের ‘দেবী’ নাটকের শততম মঞ্চায়ন

সংস্কৃতি ডেস্ক ॥ নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের ‘মিসির আলি’ সিরিজের প্রথম বই ‘দেবী’ প্রকাশের পর থেকেই পাঠকপ্রিয়তা পেতে থাকে। জনপ্রিয়তার সুবাদে উপন্যাসটি অবলম্বনে নাটক তৈরি করেছে ঢাকার দল বহুবচন। মঞ্চেও এসেছে সাফল্য। ফলে অল্প সময়ের ব্যবধানে ‘দেবী’ চলে এসেছে শততম প্রদর্শনীর দ্বারপ্রান্তে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামী ৩০ অক্টোবর সন্ধ্যা ৭টায় ‘দেবী’ নাটকের ১০০তম মঞ্চায়ন হবে। দেবী উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন ইকবাল হোসেন। নির্দেশনায় আরহাম আলো। নাটকের প্রযোজনা অধিকর্তা তৌহিদুর রহমান। ‘দেবী’ নাটকের গল্প শুরু হয় এক মাঝরাতের বর্ণনা থেকে। রানু কিছু অস্বাভাবিক অস্তিত্বের উপস্থিতি টের পেতে থাকে, যার বাস এই মর্ত্যে নয়। অন্য কোন ভুবনে। রানুর স্বামী আনিস বিষয়টি নিয়ে বিচলিত। রানুর এই অস্বাভাবিকতাকে অসুস্থতা ধরে নিয়ে আনিস সমস্যা সমাধানের জন্য মিসির আলির শরণাপন্ন হন। আনিস সাহেব ঘটনাটি মিসির আলির কাছে জানান। মিসির আলি আগ্রহী হয়ে ওঠে। প্রসঙ্গত নব্বই দশকে জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ মঞ্চায়নের জন্য দলের কর্মীরা হুমায়ূন আহমেদের অনুমতি নিতে গেলে তিনি উদারভাবে সম্মতি দেন এবং বলেন, আমার নাটক লেখার অনুপ্রেরণা তো বহুবচন। আমার যে কোন নাটক আপনারা নাট্যরূপ দিয়ে মঞ্চস্থ করতে পারেন। আপনাদের প্রতি আমার আন্তরিক বিশ্বাস আছে। দলের মোঃ ইকাবল হোসেন, দেবী উপন্যাসটির নাট্যরূপ দেন। নাটকটি ১৯৯৪ সালে প্রথম মঞ্চায়ন হয়। সাংস্কৃতিক আন্দোলনের আহ্বান উদীচীর স্টাফ রিপোর্টার ॥ সাংস্কৃতিক আন্দোলনের কর্মসূচী হাতে নিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদ। সম্প্রতি অনুষ্ঠিত সংসদের বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেন সংসদের কর্মকর্তারা। শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা ভবনের মহড়া কক্ষে উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শংকর সাওজাল। সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান ইকবাল। সাংগঠনিক প্রস্তাব উপস্থাপন করেন ঢাকা মহানগর সংসদের সংগঠন বিষয়ক সম্পাদক রিপন আচার্য শিশির এবং সাধারণ প্রস্তাব পেশ করেন সহ-সাধারণ সম্পাদক কংকন নাগ। বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার ও সহসাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন। পুরো সভাটি সঞ্চালনা করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সাধারণ সম্পাদক সুরাইয়া পারভীন।
×