ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র

প্রকাশিত: ০৬:০৪, ১৮ অক্টোবর ২০১৫

পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র

১. প্রতিটি রাষ্ট্রের সংবিধানে কোন বিষয় সম্পর্কে উল্লেখ থাকে? ক) নাগরিক সংঘ খ) ব্যবসায় পদ্ধতি গ) আইনসভা ঘ) আবহাওয়া ২. আধুনিককালে কোন ধারণার সম্প্রসারণ ঘটেছে? ক) প্রতিবন্ধীসংক্রান্ত ধারণা খ) অর্থনৈতিক ধারণা গ) দুর্নীতিসংক্রান্ত ধারণা ঘ) রাজনীতিসংক্রান্ত ধারণা ৩. ঠবঃড় ঢ়ড়বিৎ-এর অর্থ কী? ক) রাষ্ট্রপতির ক্ষমতা খ) প্রধানমন্ত্রীর ক্ষমতা গ) নাকচ করার ক্ষমতা ঘ) সম্মতি প্রদানের ক্ষমতা ৪. কমনওয়েলথের সদস্যপদ গ্রহণ কি রূপ? ক) বাধ্যতামূলক খ) বাধ্যতামূলক নয় গ) আবশ্যক ঘ) অংশগ্রহণমূলক ৫. রাষ্ট্রপতিকে কার পরামর্শ অনুযায়ী দায়িত্ব পালন করতে হয়? ক) সচিবের খ) উপদেষ্টার গ) প্রধানমন্ত্রীর ঘ) মন্ত্রিপরিষদের ৬. বাংলাদেশ কী অনুযায়ী এ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়? ক) সংবিধান খ) দলীয় আনুগত্য গ) স্বজনপ্রীতি ঘ) অভিজ্ঞতা ৭. সার্ক গঠনের মূল উদ্যেক্তা ছিল- ক) বাংলাদেশ খ) ভারত গ) মালদ্বীপ ঘ) পাকিস্তান ৮. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর ভারতবর্ষে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দেয় কেন? ক) সংগঠনটির উদ্দেশ্য পূরণ হওয়ায় খ) সংগঠনটির কর্মকা-ের কারণে গ)হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব দানের কারণে ঘ) মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ব দানের কারণে ৯. গ্রামীণ এলাকার সরকারি রাজস্ব সংগ্রহের দায়িত্ব কাদের? ক) জেলা পরিষদের খ) ইউনিয়ন পরিষদের গ) গ্রাম সরকারের ঘ) উপজেলা পরিষদের ১০. বাংলাদেশ স্বাধীনতার কত বছর পর প্রথম সংবিধান লাভ করে? ক) ১ বছর খ) ২ বছর গ) ৩ বছর ঘ) ৪ বছর ১১. পার্বত্য আঞ্চলিক পরিষদে কয়জন উপজাতীয় সদস্য থাকেন? ক) ১০ জন খ) ১২ জন গ) ১৩ জন ঘ) ১৪ জন ১২. মুসলিম লীগ কত মন্ত্রিমিশন পরিকল্পনা বর্জন করে? ক) ১৯৪২ সালে খ) ১৯৪৪ সালে গ) ১৯৪৫ সালে ঘ) ১৯৪৬ সালে ১৩. ইউরোপ থেকে ভারত উপমহাদেশে আসার জলপথ আবিষ্কৃত হয় কখন? ক) ১৪০০ সালে খ) ১৪৯৮ সালে গ) ১৫০০ সালে ঘ) ১৫৯৮ সালে ১৪. কমনওয়েলথ একটি কোন ধরনের সংগঠন? ক) স্বেচ্ছাসেবী খ) সামরিক গ) স্বাস্থ্যসেবা বিষয়ক ঘ) ক্রীড়া বিষয়ক ১৫. মহিলা আসনসহ পূর্ববাংলার মোট কতটি আসনে আওয়ামী লীগ জয়লাভ করে? ক) ১৫৯টি খ) ১৬২টি গ) ১৬৭টি ঘ) ১৬৯টি ১৬. তিতুমীরের বাহিনীর নিকট কাদের অত্যাচারের বিরুদ্ধে গণআন্দোলন? ক) তিতুমীর খ) সোহরাওয়ার্দী গ) আমির আলী ঘ) ফজলুল হক ১৭. সিপাহী বিদ্রোহকে আখ্যায়িত করা যায়- ক) অসহযোগ আন্দোলন হিসেবে খ) মহাবিদ্রোহ হিসেবে গ) স্বাধীনতা যুদ্ধ হিসেবে ঘ) সন্ত্রাসী বিদ্রোহ হিসেবে ১৮. পৌরসভার মোট কাউন্সিলরের কত অংশ মহিলা কাউন্সিলর? ক) অর্ধেক খ) তিন চতুর্থাংশ গ) এক তৃতীয়াংশ ঘ) দুই তৃতীয়াংশ ১৯. ৫ম সংশোধনীতে কত সাল পর্যন্ত জারিকৃত ফরমানসমূহের বৈধতা দেওয়া হয়? ক) ১৯৭৫-১৯৭৯ সাল খ) ১৬ এপ্রিল, ১৯৭৯ সাল গ) ৬ মার্চ, ১৯৯৭ সালে ঘ) ৬ জানুয়ারি, ১৯৭৯ সালে ২০. কোনটি শহর এলাকার নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত? ক) পৌরসভা খ) শহর উন্নয়ন কমিটি গ) নাগরিক কমিটি ঘ) জেলা পরিষদ ২১. ১৯০৯ সালে ভারত শাসন আইন প্রবর্তন করেন- র. লর্ড মিন্টো রর. লর্ড মর্লে ররর. লর্ড রিপন নিচের কোনটি সর্ঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর সঠিক উত্তর : ১. (গ) ২. (ক) ৩. (গ) ৪. (খ) ৫. (গ) ৬. (ক) ৭. (ক) ৮. (খ) ৯. (খ) ১০. (ক) ১১. (খ) ১২. (ঘ) ১৩. (খ) ১৪. (ক) ১৫. (গ) ১৬. (ক) ১৭. (খ) ১৮. (গ) ১৯. (ক) ২০. (ক) ২১. (গ)
×