ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বে সাড়ে ২৮ কোটি লোক দৃষ্টিহীনতায় ভুগছে

প্রকাশিত: ০৮:৪৬, ১৮ অক্টোবর ২০১৫

বিশ্বে সাড়ে ২৮ কোটি লোক দৃষ্টিহীনতায় ভুগছে

স্টাফ রিপোর্টার ॥ বর্তমানে বিশ্বে ২৮ কোটি ৫০ লাখ মানুষ কমবেশি দৃষ্টিহীনতার সমস্যায় ভুগছেন। এর মধ্যে ১৯ মিলিয়ন শিশু রয়েছে। পৃথিবীতে ৩৯ মিলিয়ন মানুষের অন্ধত্বের সমস্যা রয়েছে। অন্ধত্বের শিকার মানুষদের ৯০ শতাংশই নিম্ন আয়ের দেশগুলোর এবং দৃষ্টিহীনতার শিকার ৮০ শতাংশই চিকিৎসা ও সচেতনতার মাধ্যমে প্রতিরোধ ও আরোগ্যযোগ্য। বাংলাদেশে ৭৫ লাখের বেশি দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ রয়েছে। এর মধ্যে প্রায় ৫০ হাজার শিশু। বাংলাদেশে ৮০ শতাংশ দৃষ্টিপ্রতিবন্ধিতার প্রধান কারণ ছানিজনিত। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্যাডিয়াট্রিক অফথালমোলজিস্ট এ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলনে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব প্যাডিয়াট্রিক অফথালমোলজিস্টস এ্যান্ড স্ট্রাবিসমোলজিস্ট্রস এ সম্মেলনের আয়োজন করে। প্যাডিয়াট্রিক অফথালমোলজিস্ট অধ্যাপক ডাঃ এ এইচ এম এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক একাডেমি অব অফথালমোলজির সহ-সভাপতি অধ্যাপক ডাঃ আভা হোসেন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি, চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ। সম্মেলনে চক্ষু বিশেষজ্ঞগণ শিশুসহ সকল চক্ষু রোগীদের আরও উন্নত সেবা প্রদানের অঙ্গীকার করেন। বিএসএমএমইউ ভিসির সঙ্গে আইসিডিডিআর’বি বৈজ্ঞানিকের সাক্ষাত ॥ গবেষণা কার্যক্রমে সহায়তার জন্য আইসিডিডিআর’বি-এর বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ওয়াসিফ আলী খান শনিবার সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত করেন। এ সময় রিউমাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সৈয়দ আতিকুল হক উপস্থিত ছিলেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
×