ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৈয়দপুরে হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ১৯:২৮, ১৮ অক্টোবর ২০১৫

সৈয়দপুরে হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

স্টাফ রির্পোটার, নীলফামারী॥ ফল ব্যবসায়ী এমদাদুল হক হত্যা মামলার আসামী গ্রেফতারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। শনিবার রাত আটটায় নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন শ্লে¬াগানসহ শহর প্রদক্ষিন করে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে নিহতের স্ত্রী নার্গিস বেগম, ও ভাই আখতারুল ইসলাম বক্তব্য রাখেন । তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানায়। উলে¬খ্য, নীলফামারীর সৈয়দপুরের বোতলাগাড়িতে বসতবাড়ির সীমানা নিয়ে মৃত কাইলঠা মামুদের পুত্র এমদাদুল হককে (৩৪) গত ১২ অক্টোবর সন্ধ্যায় নিজ বসতভিটায় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে এমদাদুল হককে আশংকাজনক অবস্থায় প্রথমে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে ও সেদিন রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ অক্টোবর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৯ জনকে আসামীকে সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিল। এ ব্যাপারে সৈয়দপুর থানার নবাগত ওসি আমিরুল ইসলাম জানান আসামীরা পলাতক রয়েছে। তবে তাদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে।
×