ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তালতলীতে দুই জেলে অপহরনের ৬ দিনেও সন্ধান মিলেনি

প্রকাশিত: ২১:৩০, ১৮ অক্টোবর ২০১৫

তালতলীতে দুই জেলে অপহরনের ৬ দিনেও সন্ধান মিলেনি

নিজস্ব সংবাদদাতা,আমতলী (বরগুনা)॥ তালতলীর দক্ষিণ বঙ্গোপসাগরে মুক্তিপনের দাবীতে দুই জেলে মিলন খান (৪০) ও ফারুক ঘরামীকে (৪২) জলদস্যুরা অপহরন করে নিয়ে যায়। অপহরনের ৬ দিন অতিবাহিত হয়ে গেলেও কোন সন্ধান মিলেনি। অপহৃত মাঝিদের পারিবারিক সূত্রে জানাগেছে, শনিবার সকালে এফবি সাকিল ও এফবি রহমান নামের দুটি ট্রলার তালতলী উপজেলার ফকিরহাট মৎস্য আড়ৎঘাট থেকে মাছ ধরতে দক্ষিণ বঙ্গোপসাগরে যায়। সোমবার রাতে জলদস্যুরা নাম বিহীন একটি ট্রলারে করে বলেশ্বর পয়েন্টে এ ট্রলার দুটিকে আক্রমণ করে। এ সময় ওই ট্রলার দুটির মাঝি মিলন খান ও ফারুক ঘরামীকে জলদস্যুরা মুক্তিপনের দাবীতে অপহরন করে নিয়ে যায়। এ অপহরনের ৬ দিন অতিবাহিত হয়ে গেলেও কোন সন্ধান মেলেনি। ওই জেলেদের পরিবারের লোকজন উৎকন্ঠার মধ্যে দিয়ে দিনাতিপাত করছে। ফারুক মাঝির স্ত্রী নুরুননাহার কান্না জনিত কন্ঠে বলেন “টাহা পয়সা য্যা লাগে মোর স্বামীরে আইন্না দ্যান, আইজ ৬ দিন অইয়্যা গ্যাল মোর স্বামীর খোঁজ পাইনি ”। এফবি ফাতেমা ইসলাম ট্রলার মালিক রহমান মিয়া জানান মাঝিদের সন্ধান চলছে। কোন জলদস্যু বাহিনী ওই জেলেদের নিয়ে গেছে তার কোন সন্ধান পাওয়া যায়নি। এখন পর্যন্ত (রবিবার) জলদস্যুদের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি।
×