ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝালকাঠির পূজা মন্ডবে পুলিশ ও আনসা নিরাপত্তার দায়িত্ব পালন করবে

প্রকাশিত: ২২:৪৮, ১৮ অক্টোবর ২০১৫

ঝালকাঠির পূজা মন্ডবে পুলিশ ও আনসা নিরাপত্তার দায়িত্ব পালন করবে

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি্॥ ঝালকাঠি জেলার ৪ টি উপজেলায় ১৭২ টি পূজা মন্ডবের আইন শৃঙ্খলার রক্ষায় পুলিশ ও আনসার সহ ১৩২৪ জন নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এর মধ্যে প্রতিটি মন্ডবে ১ জন করে পুলিশ থাকবে। এই পুলিশের সাথে ৭-৮ জন করে আনসার ও ভিপিপি সদস্যরা থাকবে। ২২ অক্টোবর বিসর্জনের পরে ২৩ অক্টোবর পর্যন্ত পূজা মন্ডবগুলিতে দায়িত্ব পালন করবে। এছাড়াও আর.আর.এফ ও এ.পি এম বাহিনীর সদস্যরাও থাকছে। র‌্যাব-পুলিশের পৃথক ভ্রাম্যমান টিম মন্ডবগুলির আশে পাশে সার্বক্ষনিক থাকবে। জেলা প্রশাসনের কন্টোলরুম (০৪৯৮-৬২৩১৩) ও পুলিশের কন্টোলরুম (০৪৯৮-৬৩২১০) খোলা হয়েছে। এছাড়াও দুটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিককে আহবায়ক, অতিরিক্ত পুলিশ সুপার সদস্য জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ঝালকাঠি প্রেসক্লাব সভাপতিকে সদস্য করা হয়েছে। রাজাপুর ও কাঠালিয়া উপজেলার জন্য ভিজিলেন্স টিমে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে আহবায়ক, সিনিয়র পুলিশ সুপার, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান পরিষদের সাধারণ সম্পাদককে সদস্য করা হয়েছে।
×