ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বুড়িমারীতে বৈঠক ॥ বিলুপ্ত ছিটমহলের ৯৭৯ জন নবেম্বরে ভারতে চলে যাবে

প্রকাশিত: ২২:৫৩, ১৮ অক্টোবর ২০১৫

বুড়িমারীতে বৈঠক ॥ বিলুপ্ত ছিটমহলের ৯৭৯ জন নবেম্বরে ভারতে চলে যাবে

স্টাফ রির্পোটার,নীলফামারী॥ বিলুপ্ত ছিটমহল থেকে ভারতীয় নাগরিকত্ব গ্রহণকারী ৯৭৯ জন চলতি বছরের নবেম্বরে ভারত যাবেন। তাদের নিরাপদে ট্রাভেলপাসের মাধ্যমে ভারত গমনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাংলাদেশ-ভারতের জেলা প্রশাসক(ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুড়িমারী স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে লালমনিরহাট জেলা প্রশাসক(ডিএম) হাবিবুর রহমানের নেতৃত্বে নীলফামারী,পঞ্চগড় ও কুড়িগ্রামের জেলা প্রশাসক সহ ১৪ সদস্য ও ভারতের পক্ষে কুচবিহার জেলা শাসক(ডিএম) পি উলগানাথনের নেতৃত্বে ১৭ সদস্য প্রতিনিধি দল এই সম্মেলন অংশ নেন। সম্মেলনে সিদ্ধান্ত হয় আগামী পহেলা নবেম্বর থেকে ৩০ নবেম্বরের মধ্যে ৯৭৯ জন ভারতে চলে যেতে পারবেন। সম্মেলনের বৈঠক শেষে বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান ও ভারতের কুচবিহার জেলা শাসক পি উলগানাথন যৌথভাবে সাংবাদিকদের বলেন,ভারতীয় নাগরিকত্বগ্রহণকারী ৯৭৯ জন ট্রাভেলপাসধারী ১লা নভেম্বর হতে ৩০ নভেম্বরের মধ্যে চলে যাবেন। তাদের স্থাবর-অস্থাবর স¤পত্তি নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা একটি গাইড লাইন প্রস্তুত করতে একমত হয়েছি। এছাড়াও তাদের নিরাপত্তার ব্যাপারটিও ফলপ্রসূ ভাবে আলোচনা হয়েছে। এটির সার্বিক দিক পুনরায় পর্যবেক্ষন করে ট্রাভেলপাসধারীদের ভারত গমন বিষয়ে আগামী ২৭, ২৮ ও ২৯ অক্টোবর আবারও জেলা প্রশাসক(ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট(ডিএম) পর্যায়ে চুড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।
×