ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উদ্যোক্তাদের হাল না ছাড়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা

প্রকাশিত: ২৩:০১, ১৮ অক্টোবর ২০১৫

উদ্যোক্তাদের হাল না ছাড়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা

অনলাইন রিপোর্টার ॥ তথ্য-প্রযুক্তি খাতে নতুন ব্যবসা (স্টার্টআপ) শুরু করেছেন, প্রথমে ব্যর্থ হলেও এমন উদ্যোক্তাদের হাল না ছাড়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, একবার, দুবার, তিনবার- চেষ্টা করতে থাকলে, নিজের মেধা থাকলে সফলতা একসময় না একসময় আসবেই। এটা আমার নিজের অভিজ্ঞতা। দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধন ঘোষণা করে তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে গুগল, ফেইসবুকের মত প্রতিষ্ঠান বাংলাদেশ থেকেই গড়ে উঠবে। রবিবার সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে আয়োজিত কারওয়ান বাজারের জনতা টাওয়ারে সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে নতুনদের সামনে নিজের উদ্যোক্তা হওয়ার গল্পও তুলে ধরেন জয়। তিনি বলেন, লেগে থাকার মানসিকতা নিয়ে মেধা ও পরিশ্রমের সমন্বয় ঘটালে সফলতা আসবেই। আপনাদের যে অভিজ্ঞতা আছে সেটা আমারও হয়েছে। সিলিকন ভ্যালিতে একটা কথা আছে, কারো প্রথম স্টার্টআপ কখনো সফল হয়নি। তবে আবার চেষ্টা করতে হয়। একবারে পড়ে গেলে হয় না। উঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করতে হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী তথ্য-প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয় জানান, প্রথম কোম্পানি খোলার পর তিনি নিজেও সফল হতে পারেননি। তবে হাল না ছেড়ে একের পর এক চেষ্টা চালিয়ে যাওয়ায় সাফল্য ঠিকই ধরা দিয়েছে। আমি কিন্তু আপনাদের মতই একজন উদ্যোক্তা। আমি বসে থাকতে পারি না। শুধু চাকরি করে আমি শান্তি পাই না। আমি চাই নিজের উদ্যোগেই কিছু করার। অনুষ্ঠানে সফটওয়্যার টেকনোলজি পার্কে বরাদ্দ পাওয়া প্রথম চারটি কোম্পানিকে জায়গা বুঝিয়ে দেওয়া হয়। এ ছাড়া পার্কের চতুর্থ তলায় ‘স্টার্টআপ ইনকিউবেটরে’ জায়গা বরাদ্দের জন্য ‘কানেকটিং স্টার্টআপস’ শীর্ষক একটি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সজীব ওয়াজেদ জয় বলেন, আপনাদের মধ্যে যে উদ্যোক্তারা আছেন, জনতা টাওয়ারে যারা প্রথম আসবেন, আপনাদের আমি শুভেচ্ছা জানাই যে, আপনাদের স্টার্টআপও ভালো করবে। আশির দশকে ভারতের ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স পড়ার সময়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ব্যাঙ্গালোরে তখন সবে আমেরিকান কোম্পানিগুলো আসতে শুরু করেছে। তখনই ভারতের নিজস্ব আইটি স্টার্টআপগুলো গড়ে ওঠে ব্যাঙ্গালোরে। আজ ব্যাঙ্গোলোর কি হয়েছে আপনারা সবাই জানেন। বাংলাদেশেও তেমন কিছু করার স্বপ্ন তখন থেকেই দেখতে শুরু করেছিলেন বলে জানান প্রধানমন্ত্রীর ছেলে। তিনি বলেন, ভারত বা মালয়েশিয়া আইটি খাতে যেভাবে এগিয়ে গেছে তেমনভাবে বাংলাদেশকেও এগিয়ে নেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। আওয়ামী লীগ ২০০৮ সালে তাদের নির্বাচনী ইশতেহারে ‘রূপকল্প-২০২১’ ঘোষণা করে, যার একটা অংশ ছিল ২০২১ সালের মধ্যে বাংলাদেশের বিভিন্ন সেবার ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি চালু করা হবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন, মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ বিভিন্ন সিস্টেমগুলোকে ইতোমধ্যেই ডিজিটাইজ করা হয়েছে বলে জানান জয়। “আওয়ামী লীগ সরকারের মূল উদ্দেশ্য মানুষের সেবা করা। ডিজিটাল প্রযুক্তি দিয়ে আমরা দেশের মানুষের উন্নয়ন ও সেবা কীভাবে করতে পারি। “তবে ডিজিটাল বাংলাদেশের চুড়ান্ত লক্ষ্য ছিল দেশে আইটি ইন্ডাস্ট্রি গড়ে তোলা। এটা খুবই আনন্দের যে, আজকে দেশের প্রথম সঢটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধন করতে এসেছি।” জয় জানান, জনতা টাওয়ারের সফটওয়্যার টেকনোলজি পার্কে স্টার্টআপ কোম্পানিগুলোকেই তারা বেশি গুরুত্ব দিতে চান। এদের মধ্যে যারা ভালো করবে তাদের জন্য প্রণোদনার কথাও জানান তিনি। তরুণ প্রজন্মকে প্রতিযোগিতার মাধ্যমে সাফল্য পাওয়ার চেষ্টায় উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানে বলেন, “গুগল, ফেইসবুকসহ পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো ‘স্টার্টআপ’ হিসেবেই শুরু করেছিল।” বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আর বেগম জানান, কালিয়াকৈর, মহাখালী, যশোর, চট্টগ্রাম, সিলেটসহ আরও সাতটি হাইটেক ও সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনে সরকার কাজ শুরু করেছে। আগামী এক বছরের মধ্যে কালিকাকৈরের হাইটেক পার্ক যাত্রা শুরু করতে পারবে বলেও তিনি আশা প্রকাশ করেন। হোসনে আরা জানান, ১২ তলা জনতা টাওয়ারে ৭২ হাজার বর্গফুট আয়তনের মধ্যে ব্যবহারযোগ্য জায়গা রয়েছে ৪৮ হাজার বর্গফুট। এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস ছাড়াও কনফারেন্স সেন্টারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে।
×