ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিলিপিন্সে ঘূর্ণিঝড় কপ্পু আঘাত হেনেছে

প্রকাশিত: ২৩:০৪, ১৮ অক্টোবর ২০১৫

ফিলিপিন্সে ঘূর্ণিঝড় কপ্পু আঘাত হেনেছে

অনলাইন ডেস্ক ॥ ঘূর্ণিঝড় কপ্পু ফিলিপিন্সের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে। উপকূলীয় এলাকা থেকে হাজার-হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। দুর্যোগ সংস্থার কর্মকর্তারা বলেন, ঝড়ের ফলে সমুদ্র তীরবর্তী এলাকায় ৪ মিটার (১২ ফুট) পর্যন্ত উঁচু ঢেউ দেখা দিয়েছে। চার মাত্রার এই ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭৫ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট ভারী বৃষ্টিপাতে আউররা প্রদেশের কাসিগুরান শহরে ভূমিধসের ঘটনা ঘটেছে। রোববার সকালে বিশাল আকৃতির এবং ধীরগতির এই ঘূর্ণিঝড়টি লুজন দ্বীপের কাছে কাসিগুরান শহরে আঘাত হানে। সরকারের প্রধান দুর্যোগ সংস্থার প্রধান, আলেক্সান্ডার পামা বলেন, উত্তর-পূর্বাঞ্চলীয় লুজনে অন্তত ১০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। "প্রাথমিক ভাবে আমরা ঘরবাড়ি ধ্বংস, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া ও বড় গাছ পড়ে প্রধান সড়কগুলো বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়েছি। তবে এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ঈশ্বরকে ধন্যবাদ।" আবহাওয়া অধিদফতর জানায়, উত্তরের প্রচণ্ড চাপ এবং প্রশান্ত মহাসাগরের উত্তরপশ্চিমাঞ্চলে আরও কয়েকটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ায় কপ্পু আগামী তিন দিন লুজন দ্বীপের উপরই অবস্থান করবে।
×