ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় শেখ রাসেলের বার্ষিকী পালিত ॥ চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

প্রকাশিত: ২৩:৩২, ১৮ অক্টোবর ২০১৫

গাইবান্ধায় শেখ রাসেলের বার্ষিকী পালিত ॥ চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫১তম জন্ম বার্ষিকী শিশু একাডেমি কার্যালয়ে পালিত হয়। এ উপলক্ষ্যে রোববার শিশু কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিশু একাডেমি গাইবান্ধা জেলা শাখা এই অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করে। পরে শিশু একাডেমির ভারপ্রাপ্ত জেলা সংগঠক রেবেকা পারভীনের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, চিত্র শিল্পী মো. রেজাউল আমিন আনিস ও লিপন খন্দকার। দুটি বিষয়ে ক গ্র“প ও খ গ্র“পের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৫০ জন শিশু-কিশোর অংশ গ্রহণ করে।
×